রেলে বিমানবন্দরের ধাঁচে লাগেজ চেকিং, ৩৫ কেজির বেশি লাগেজে গুনতে হবে বাড়তি ভাড়া

ভারতীয় রেল এবার বিমানবন্দরের মতো লাগেজ চেকিং চালু করছে। নির্দিষ্ট শ্রেণি অনুযায়ী ওজন সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং নিয়ম লঙ্ঘন হলে গুনতে হবে অতিরিক্ত চার্জ। প্রথমে প্রয়াগরাজ জংশনে পরীক্ষামূলকভাবে শুরু হলেও শীঘ্রই এই নিয়ম সারা দেশের প্রধান স্টেশনগুলোতে চালু হতে পারে।