TopRichCitiesDubai
ক্লাউড টিভি ডেস্ক: বিশ্বের ধনীতম শহরগুলোর তালিকায় এবার নাম লিখিয়েছে দুবাই (TopRichCitiesDubai)। ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’-এ জানিয়েছে, তালিকার ১৮ নম্বরে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের এই বাণিজ্যিক রাজধানী।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন অন্তত ৮১ হাজার মিলিয়নিয়ার, অর্থাৎ যাঁদের সম্পদ ১০ লাখ মার্কিন ডলারের বেশি। এ ছাড়াও আছেন ২৩৭ জন সেন্টি-মিলিয়নিয়ার (১০ কোটি ডলারের মালিক) এবং ২০ জন বিলিওনিয়ার (যাঁদের সম্পদ ১০০ কোটি ডলার বা তার চেয়েও বেশি)।
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট, দুবাই এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের অন্যতম ধনী ও সম্ভাবনাময় শহর (TopRichCitiesDubai)।
বঙ্গজয়ে বিজেপির ভরসা সেই হিন্দুত্ব-মমতা বিরোধিতায়, ২৬ এ চিড়ে ভিজবে?
দ্রুত উন্নয়নের নেপথ্যে কী?
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে দুবাইয়ে ধনীদের সংখ্যা ও অর্থনৈতিক কার্যকলাপ বেড়েছে ১০২ শতাংশ। এটা শুধু আর্থিক উন্নতির নয়, বরং শহরটির প্রতি বিশ্ব ধনীদের ভরসা এবং বিনিয়োগ আকর্ষণের বড় প্রমাণ।
বিশ্বের আর কোনও শহরে মাত্র দশ বছরে এত দ্রুত হারে ধনকুবেরদের উপস্থিতি বাড়েনি। এই তথ্য নিজেই একটি নজির।
বিশেষজ্ঞদের মতে, দুবাইয়ের এই সাফল্যের পেছনে রয়েছে একাধিক কারণ — করছাড়, ব্যবসাবান্ধব নীতি, স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, উন্নত পরিকাঠামো এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগ।
তাছাড়া দুবাই (TopRichCitiesDubai) ইতিমধ্যেই হাইটেক, স্টার্টআপ ও রিয়েল এস্টেট খাতে বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। এই শহর এখন আর শুধু বিলাসবহুল জীবনযাত্রার প্রতীক নয়, বরং বৈশ্বিক বিনিয়োগ ও উদ্যোগের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
ধনীদের নতুন গন্তব্য
বিশেষ করে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বহু ধনী ব্যক্তি এখন দুবাইকে তাদের স্থায়ী বা দ্বিতীয় আবাসস্থল হিসেবে বেছে নিচ্ছেন। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও দুবাইয়ের নিরাপত্তা ও উদার সামাজিক পরিবেশ এই ধনীদের আকৃষ্ট করছে।
বিশ্ব তালিকায় কারা আছেন?
দুবাই (TopRichCitiesDubai) ছাড়াও তালিকার শীর্ষে রয়েছে নিউইয়র্ক, টোকিও, সান ফ্রান্সিসকো, লন্ডন, সিঙ্গাপুর ও লস অ্যাঞ্জেলেসের মতো শহর।
দুবাইয়ের ১৮তম স্থান দখল এই কারণে আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি একমাত্র মধ্যপ্রাচ্যের শহর, যেটি এই তালিকায় জায়গা করে নিয়েছে।
বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে এই শহরের ক্রমাগত উত্থান একটি বড় বার্তা দিচ্ছে – মধ্যপ্রাচ্য শুধু খনিজ সম্পদের জন্য নয়, আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও ধনসম্পদের ক্ষেত্রেও এখন একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।
#DubaiWealth #TopRichCities #WorldWealthReport #MillionaireCity #DubaiEconomy #KolkataNews #BanglaNews #MiddleEastPowerhouse #DubaiRanking
আরও পড়ুন :
বিশ্ব হোমিওপ্যাথি দিবস: বিকল্প চিকিৎসার স্বীকৃতি ও প্রয়োজনীয়তা
বাংলাদেশে হিন্দুদের নতুন রাজনৈতিক পরিচয় ‘বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (BMJP)’
Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7