ভারত রাশিয়া থেকে প্রায় ৪০ শতাংশ তেল কিনছিল। এখন তারা আর করছে না। তাই রাশিয়া বড়সড় এক গ্রাহককে হারিয়েছে : ট্রাম্প

“ভারত ছিল রাশিয়ার অন্যতম বড় তেল ক্রেতা। এখন তারা আর নেই। রাশিয়ার জন্য এটা বড় ক্ষতি। প্রয়োজনে আমি সেকেন্ডারি ট্যারিফ চাপাব, যা রাশিয়ার জন্য ভয়ঙ্কর হবে।” — ডোনাল্ড ট্রাম্প