Breaking News

TariffWar TrumpOnIndia

আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের পণ্যের উপর ‘মারাত্মক শুল্ক’ চাপানোর হুমকি ট্রাম্পের, ফের উত্তপ্ত বাণিজ্য সম্পর্ক

"ভারত বহু বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে। এবার আমরাও কঠোর পদক্ষেপ নেব" — ডোনাল্ড ট্রাম্প।

TariffWar TrumpOnIndia: Trade Tensions Escalate %%page%% %%sep%% %%sitename%%

TariffWar TrumpOnIndia

ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প ততটাই আক্রমণাত্মক হয়ে উঠছেন— শুধু প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নয়, আমেরিকার পুরনো বাণিজ্য সহযোগী দেশগুলোর বিরুদ্ধেও। এই তালিকায় এবার সরাসরি এসেছে ভারতের নাম। এক নির্বাচনী প্রচারে ট্রাম্প জানান, “আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতের রপ্তানি করা পণ্যের উপর খুব গুরুতর ও ব্যাপক হারে শুল্ক চাপানো হবে।”

ট্রাম্পের দাবি, ভারত আমেরিকান পণ্যের উপর বহু বছর ধরে “অত্যন্ত উচ্চ হারে” শুল্ক বসিয়ে আসছে, অথচ আমেরিকা ভারতের পণ্যের ক্ষেত্রে তুলনামূলকভাবে উদার। এই ধরনের বাণিজ্যিক বৈষম্যের বিরুদ্ধে তিনি এবার কঠোর হতে চলেছেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন।

এক বক্তব্যে ট্রাম্প বলেন—

“India has been taking advantage of us for years. We will now impose tariffs very substantially. This will stop the unfairness.”

তিনি আরও বলেন, মার্কিন অর্থনীতিকে রক্ষা করতে তাঁর “আমেরিকা ফার্স্ট” নীতির প্রয়োজন রয়েছে, এবং তার জন্যই ভারতের উপর এই শুল্ক নীতির প্রয়োগ অত্যন্ত জরুরি।

এই প্রথম নয়। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময় (২০১৬ –২০২০) ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বহুবার দেখা গিয়েছে। ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন ভারতের উপর থেকে GSP (Generalized System of Preferences) সুবিধা প্রত্যাহার করে নেয়। এর ফলে ভারতীয় পণ্যের জন্য মার্কিন বাজারে যে শুল্ক ছাড় পাওয়া যেত, তা বন্ধ হয়ে যায়। পাল্টা জবাবে ভারতও আমেরিকান পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে।

সেই সময়েও ট্রাম্প অভিযোগ করেছিলেন— “India is the tariff king.”

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের পর এখনও ভারত সরকার বা বিদেশ মন্ত্রকের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া আসেনি। তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং WTO-র নিয়ম মেনে প্রয়োজন হলে কূটনৈতিকভাবে আপত্তি জানানো হবে।

বিশেষজ্ঞদের মতে, ভারত বর্তমানে আমেরিকার অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার, এবং ট্রাম্প যদি আবার প্রেসিডেন্ট হন, তবে এই সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।

ভারত থেকে আমেরিকায় রপ্তানি হওয়া পণ্যের মধ্যে রয়েছে—

  • ফার্মাসিউটিক্যালস

  • টেক্সটাইল ও পোশাক

  • হীরে ও অলঙ্কার

  • আইটি সার্ভিস

এই পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হলে ভারতের শিল্প ও রপ্তানিকারক সংস্থাগুলোর উপর বড় প্রভাব পড়তে পারে।

বিশ্লেষকদের মতে, এই ঘোষণার পর ভারত-আমেরিকা সম্পর্কের মধ্যে একটি ‘ট্রাম্প-শেডো’ পড়বে। বাইডেন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল হলেও, ট্রাম্পের ফিরে আসা এই ভারসাম্য নষ্ট করতে পারে।

তবে কেউ কেউ মনে করছেন, এই বক্তব্য শুধু নির্বাচনী প্রচারের অংশ— ট্রাম্প নিজেকে একজন ‘টাফ নেগোশিয়েটর’ হিসেবে তুলে ধরতেই এমন কড়া মন্তব্য করছেন। বাস্তবে ক্ষমতায় এলে নীতির বাস্তবায়ন কতটা হবে, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন :

শান্তা পল কাণ্ডে নতুন মোড়, জাল নথি তৈরিতে সাহায্যকারী সৌমিক দত্ত গ্রেপ্তার

কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস, কৃষিতে ক্ষতির আশঙ্কা

ad

আরও পড়ুন: