সেনা অফিসারের হাতে স্পাইসজেট কর্মী আক্রান্ত : অতিরিক্ত ব্যাগেজ ফি ঘিরে তাণ্ডবে মেরুদণ্ড ভাঙলো

শ্রীনগর বিমানবন্দরে সেনা অফিসারের হাতে চার SpiceJet কর্মী মারধরের ঘটনা ঘিরে উত্তাল দেশ। অভিযোগে মেরুদণ্ড চিড়, চোয়াল ফাটার মতো গুরুতর আঘাতের উল্লেখ রয়েছে।