PahalgamAttack NavyOfficer
ক্লাউড টিভি: জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ভয়াবহ হামলা চলছেই। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ বছর বয়সী ভারতীয় নৌবাহিনীর এক অফিসারসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন (PahalgamAttack NavyOfficer)। সদ্যবিবাহিত তরুণ অফিসার কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ভারতীয় নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট বিনয় নারওয়াল হরিয়ানার কারনালের বাসিন্দা। তিনি পহেলগামের সন্ত্রাসী এই হামলায় মর্মান্তিকভাবে নিহত হলেন।
প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, কোচিতে কর্মরত ওই কর্মকর্তা ১৬ এপ্রিল বিয়ে করেন। বিয়ের পর ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিলেন তিনি। ১৯ এপ্রিল তার বিবাহের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নারওয়াল মাত্র দুই বছর আগে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। সন্ত্রাসী হামলায় তার মৃত্যুতে (PahalgamAttack NavyOfficer)পরিবার, সম্প্রদায় এবং প্রতিরক্ষা প্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী এবং স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
গণমাধ্যমে তার এক প্রতিবেশী নরেশ বনসাল বলেন, ‘চার দিন আগে তার (PahalgamAttack NavyOfficer) বিয়ে হয়েছিল। সবাই খুব খুশি ছিল। হঠাৎ আমরা খবর পেলাম যে, বন্দুকধারীরা তাকে হত্যা করেছে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।’
পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৫: প্রধান পর্যটন কেন্দ্রে বিভীষিকা, গোটা দেশজুড়ে নিন্দা
মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাম এলাকায় পর্যটকদের লক্ষ্য করে চালানো এই হামলা দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনৈতিক নেতারাও এই হামলার নিন্দা করেছেন।
হামলার প্রতিবাদে জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা রাজ্যের বিভিন্ন স্থানে মোমবাতি মিছিলে অংশ নেন। এছাড়া বারামুল্লা, শ্রীনগর, পুঞ্চ এবং কুপওয়ারার স্থানীয়রা এনিয়ে বিক্ষোভ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু ও কাশ্মীরের পহেলগামে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এই জঘন্য কাজের পেছনে যারা রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।
এদিকে, গতকাল থেকে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ হামলাকারীদের ধরতে অনন্তনাগের পহেলগামের বৈসরান এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে।
#পর্যটকনিহত #নৌবাহিনীরকর্মকর্তানিহত #PahalgamAttack #কাশ্মীরহামলা #TouristTragedy #ModiOnTerror #AmitShahInKashmir #CloudTVNews
আরও পড়ুন :
পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৫: প্রধান পর্যটন কেন্দ্রে বিভীষিকা, গোটা দেশজুড়ে নিন্দা