এ যেন ঠিক ‘স্কুইড গেম’, দক্ষিণ গাজায় ত্রাণ পেয়ে ধন্যবাদ দিতেই শিশু আমিরকে গুলি!

একটি শিশু তার ক্ষুধার্ত মুখে ধন্যবাদ জানিয়েছিল, আর পুরস্কার হিসেবে পেয়েছিল মৃত্যু। গাজার এই গল্প মানবতার লজ্জা।