Breaking News

Bengaluru Stampede Responsibility

আরসিবির বিজয় উৎসবেই ১১ জনের মৃত্যু: দায় কার—ফ্র্যাঞ্চাইজি না রাজ্য সরকার?

স্টেডিয়ামে উদ্‌যাপন চললেও বাইরে চলছিল মৃত্যু আর কান্না

Bengaluru Stampede Responsibility for Tragedy Events %%page%% %%sep%% %%sitename%%

Bengaluru Stampede Responsibility

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ১৮ বছরের পর আইপিএল শিরোপা কোহলির আরসিবির।ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুতরাং আনন্দ উৎসবতো হবেই। বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করতে করতেই নিজেদের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি-পতিদার-ক্রুনালরা। কিন্তু পেছনে ছিলেন আট থেকে আশি—সব বয়সী মানুষ। কিন্তু উন্মাদনা লাগাম ছাড়িয়ে যাওয়াতেই বেধেছে বিপত্তি। কেটে গেল আনন্দের সুর। পদদলিত হয়ে ১১টা প্রাণ হারিয়ে গেল।মর্মান্তিক এই ঘটনায় ভারতের সবমহল থেকে দুঃখ প্রকাশ করা হলেও পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পরিস্থিতি সামাল দিতে গাফিলতির অভিযোগ এনে কর্ণাটক সরকারকেই দায়ী করা হচ্ছে। ভারতের বিশ্বকাপজয়ী পেসার মদন লাল মনে করেন, শুধু রাজ্য সরকার নয়,দায় নিতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকপক্ষকেও (Bengaluru Stampede Responsibility)।

ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের বিরুদ্ধে মদন লালের অভিযোগ দুটি—কয়েক দিন অপেক্ষা না করে ট্রফি জয়ের পরদিনই এত বড় আয়োজন করা এবং পদদলিত হয়ে হতাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরও স্টেডিয়ামের ভেতর উদ্‌যাপন চালিয়ে যাওয়া!
ভারতীয় ক্রিকেটে এটি ট্র্যাজেডির মৌসুম হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

বেঙ্গালুরুতে আরসিবির বিজয় কুচকাওয়াজ: চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যুর আশঙ্কা

চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে মৃত্যু: “এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রশাসনিক ব্যর্থতা। “এত বড় দলের জয় উদযাপন হবে, সেটাই তো স্বাভাবিক। তাহলে প্রস্তুতি কোথায় ছিল?”

মদন লাল বলেছেন ,’যদি রাজ্য সরকার বাধা দিত, তাহলে প্যারেড এগিয়ে যেত না। তাই সরকার অবশ্যই দায়ী। কিন্তু আরসিবিও দোষী। বেঙ্গালুরুতে পৌঁছানোর মাত্র চার ঘণ্টা পরেই দলকে জনসাধারণের সঙ্গে উদযাপনের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের এত তাড়া কিসের? আইপিএল দলগুলোর বিশাল ভক্ত রয়েছে। এখানে ফ্র্যাঞ্চাইজির মালিক বড় ভুল করেছেন।’

নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মদন লাল। তিনি বেঙ্গালুরুর মালিকের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিয়েছেন, ‘যখন বাইরে মানুষ মারা যাচ্ছিল, তখন তারা ভেতরে উৎসব করছিল। এটা সত্যিই মর্মান্তিক ও হতাশাজনক। মৃত ব্যক্তিদের পরিবারের উচিত মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য আরসিবি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা করা।’

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার বলেছেন, ‘বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার হৃদয় আজ বেদনার্ত। সবার শান্তি ও শক্তি কামনা করছি।’

প্রথমবার আইপিএল শিরোপা জেতা কোহলিও হৃদয়বিদারক এই ঘটনায় হতবাক। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। বলার মতো অবস্থা নেই। খুবই ভয় পেয়েছি।’

এখন কী হতে পারে?

  • কর্ণাটক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হতে পারে

  • ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগে এফআইআর হতে পারে

  • আগামীদিনে আইপিএল উদ্‌যাপন সংক্রান্ত নতুন গাইডলাইন জারি করতে পারে বিসিসিআই

আরও পড়ুন :

এবার ট্রাম্পের বিরুদ্ধে এলন মাস্ক! ৪ ট্রিলিয়ন ডলারের বাজেট বিল নিয়ে তীব্র বিরোধিতা

“পৃথিবী ক্লান্ত। আমরা এখনও উদাস”, এই কথাটাই যেন আয়নার মতো সামনে আনল ২০২৫-এর পরিবেশ দিবস

ad

আরও পড়ুন: