cricketers reaction on pahelgaon
ক্লাউড টিভি ডেস্ক: গত মঙ্গলবার বাইসারান ভ্যালিতে জম্মু ও কাশ্মীরের পেহেলগাম হিল স্টেশনে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক।এই মর্মান্তিক হামলার পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। আর এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররাও (cricketers reaction on pahelgaon)।
যুবরাজ সিং গভীর শোক জানিয়ে লেখেন, ‘পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় অত্যন্ত ব্যথিত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা করি। আমরা যেন মানবতা আর আশার মধ্যে একসাথে দাঁড়াই।’
পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: ভয়, আতঙ্ক ও নিরাপত্তা প্রশ্নে ফের উদ্বেগ
পাহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৫: প্রধান পর্যটন কেন্দ্রে বিভীষিকা, গোটা দেশজুড়ে নিন্দা
বীরেন্দ্র শেবাগ লেখেন, ‘নিরীহ পর্যটকদের ওপর এমন জঘন্য হামলা মেনে নেওয়া যায় না। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
Deeply pained to hear of the reprehensible terrorist attack on innocent tourists in #Pahalgam .
My heart goes out to those who have lost their loved ones. Prayers for the injured— Virrender Sehwag (@virendersehwag) April 22, 2025
গৌতম গম্ভীরের প্রতিক্রিয়ায় ছিল রাগ ও প্রতিশোধের বার্তা, ‘নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করি। যারা এই নোংরা কাজ করেছে, তাদের ছাড় দেওয়া হবে না। ভারত জবাব দেবে।’
Praying for the families of the deceased. Those responsible for this will pay. India will strike. #Pahalgam
— Gautam Gambhir (@GautamGambhir) April 22, 2025
সৌরভ গাঙ্গুলি বলেন, ‘পেহেলগামে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সহানুভূতি। দোষীদের যেন কোনোভাবে ছাড়া না হয়। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।’
My thoughts and prayers with the families who lost their lives in pehelgaum .. severe action needs to be taken against the culprits ..by the Govt of india .. none to be spared ..
— Sourav Ganguly (@SGanguly99) April 22, 2025
অনিল কুম্বলে বলেন, ‘এই নৃশংস হামলার খবর শুনে হৃদয় ভেঙে গেছে। নিরীহ প্রাণের এইরকম মৃত্যু মেনে নেওয়া যায় না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য শান্তি ও শক্তি কামনা করি। ঘৃণার বিরুদ্ধে আমাদের একজোট হতে হবে।’ (cricketers reaction on pahelgaon)
শুবমান গিল তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘পেহেলগামের হামলার কথা শুনে মনটা ভেঙে গেছে। যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা রইল। এই ধরনের হিংসার কোনো স্থান নেই আমাদের দেশে।’
Heartbreaking to hear about the attack in Pahalgam. My prayers are with the victims and their families. Violence like this has no place in our country.
— Shubman Gill (@ShubmanGill) April 22, 2025
#cricketers #reaction #pahelgaon
আরও পড়ুন :
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চলছেই, হামলায় নিহত হলেন সদ্য বিবাহিত নৌ অফিসার!