জৈসলমীরে DRDO গেস্ট হাউস ম্যানেজার গ্রেফতার: পাঁচ বছর ধরে পাকিস্তানের ISI-র হয়ে গুপ্তচরবৃত্তি

জৈসলমীরের DRDO গেস্ট হাউসের ম্যানেজার মহেন্দ্র প্রসাদকে পাকিস্তানের ISI-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে রাজস্থানের CID। তিনি সেনা ও DRDO কর্মকর্তাদের গোপন তথ্য পাকিস্তানে পাঠাতেন। Official Secrets Act, 1923-এ মামলা চলছে।