StandWithKashmir
ক্লাউড টিভি ডেস্ক:কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গোটা ভারত। এই বর্বর হামলায় নিহত হয়েছেন একাধিক নিরীহ নাগরিক, আর এই ঘটনা ছড়িয়ে পড়তেই দেশজুড়ে নেমে এসেছে নিন্দার ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড এবং দক্ষিণী সিনেমার তারকারাও এই অমানবিক ঘটনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন (StandWithKashmir)।
বিশেষ করে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত তাঁর প্রতিক্রিয়ায় অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি একটি ছবি শেয়ার করে লিখেছেন, “যে লোকগুলোর কাছে নিজেকে রক্ষা করার জন্য কিছু ছিল না, তাদের ওপর ওরা গুলি চালিয়েছে। পৃথিবীর সব যুদ্ধই যুদ্ধক্ষেত্রে হয়েছে। কিন্তু এই নপুংসকগুলো হাতে অস্ত্র পেয়েই নিরস্ত্র ও নিরীহ মানুষকে হত্যা করছে।”
তিনি আরও বলেন, “এই কাপুরুষদের সঙ্গে যুদ্ধ করব কীভাবে? যুদ্ধক্ষেত্রের বাইরে গিয়ে কে লড়াই করতে চায়?” তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতারও এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর মতে, “যাই হয়ে যাক, যে মূল্যই দিতে হোক, প্রতিক্রিয়া যেমনই হোক, পেহেলগাময়ের জঙ্গিরা যেন পার না পায়। এই গণহত্যাকারীদের নিজেদের প্রাণ দিয়ে এ ঘটনার মূল্য চোকাতে হবে।” তাঁর এই মন্তব্য দেশপ্রেমিকদের আবেগকে স্পর্শ করেছে এবং অনেকেই এই প্রতিক্রিয়ায় সহমত প্রকাশ করেছেন।
দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ এই ঘটনার নিন্দা করে বলেন, “পেহেলগাময়ের এ ঘটনায় খুবই আহত ও দুঃখিত। এর কড়া নিন্দা করি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।” তার এই সহানুভূতিপূর্ণ বার্তায় অনেকেই শান্তনা পেয়েছেন।
গুরগাঁওয়ে 10 মিনিটের অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ব্লিংকিট
অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রির আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা এক আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “এ ঘটনায় আমার হৃদয় ভেঙে চুরমার। কীভাবে একজন মানুষ এমন কিছু করতে পারে ভাবলেও গা শিউরে ওঠে।”
এই ধরনের প্রতিক্রিয়াগুলোই স্পষ্ট করে দেয় যে, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিনোদন জগতের তারকারাও সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে থাকেন। তারা শুধু রূপালি পর্দার নায়ক নন, বাস্তব জীবনের ঘটনার প্রতিও তাদের রয়েছে গভীর মনোযোগ ও দায়বদ্ধতা (StandWithKashmir)।
অনেক বিশ্লেষক বলছেন, এই ধরনের সন্ত্রাসী হামলা শুধু যে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নেয় তা-ই নয়, এটি আমাদের সামগ্রিক মানবিক বোধ ও নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এই পরিস্থিতিতে তারকাদের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের সরব হওয়া সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সরকারের ওপরও চাপ তৈরি করে, যেন এমন ঘটনার দ্রুত এবং কার্যকর প্রতিকার হয়।
সামগ্রিকভাবে, পেহেলগামের এই ঘটনা নতুন করে আমাদের মনে করিয়ে দিল, দেশ হিসেবে আমাদের একত্রিত হয়ে দাঁড়াতে হবে (StandWithKashmir)। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সম্মিলিত প্রতিবাদই হতে পারে ভবিষ্যতের জন্য একমাত্র প্রতিরোধ।
#PahalgamAttack #StandWithKashmir #TerrorismMustEnd #JusticeForVictims #KanganaSpeaks #RashmikaMandanna #RamCharan #JavedAkhtar #IndiaAgainstTerror #PeaceForKashmir
আরও পড়ুন :
পেহেলগাঁও কাণ্ডের প্রতিক্রিয়ায় যা বললেন ভারতীয় ক্রিকেটাররা
কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চলছেই, হামলায় নিহত হলেন সদ্য বিবাহিত নৌ অফিসার!