JunglemahalBlast RajdhaniExpress
ক্লাউড টিভি ডেস্ক | ৪ আগস্ট, ২০২৫ : রবিবার বিকেলে রেল নিরাপত্তায় বড়সড় ফাঁক ধরা পড়ল জঙ্গলমহলের গড়বেতা এলাকায়। ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস আচমকাই থেমে যায় শিলাই হল্টের কাছে। এরপরই পেছন থেকে আসে এক বিকট বিস্ফোরণের শব্দ (JunglemahalBlast RajdhaniExpress), যা ছড়িয়ে পড়ে গোটা অরণ্যাঞ্চলে।
স্থানীয় সূত্রে খবর, রেললাইনে বিস্ফোরণ ঘটায় মূল ট্রেনটি বড়সড় দুর্ঘটনার মুখ থেকে বেঁচে যায়। ঘটনার সময় রাজধানী এক্সপ্রেস শিলাই হল্টের নিকটে পৌঁছেছিল এবং সেই অবস্থায় রেলগার্ড আওয়াজ শুনে ব্যবস্থা নেওয়ায় আরও বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
একই দিনে দুই জায়গায় বিস্ফোরণ
একই দিনে, দুটি জায়গায় বিস্ফোরণ ঘটে — একদিকে ওড়িশার সীমান্তবর্তী সুন্দরগড়, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা অঞ্চলের জঙ্গলমহল। দুটি ক্ষেত্রেই সময়কাল ও ধরণ দেখে বিশেষজ্ঞ মহল মনে করছে, এর পেছনে মাওবাদী যোগাযোগ থাকার আশঙ্কা প্রবল।
রেল সূত্রে খবর, বিকট শব্দ শুনে গার্ড কর্তৃপক্ষকে জানান, এবং তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে স্থানীয় স্টেশন ও কন্ট্রোল রুমে সতর্কতা পাঠানো হয়। রেল আধিকারিকরা রাতেই ঘটনাস্থলে পৌঁছন।
মাওবাদী শহিদ সপ্তাহের শেষ দিনে বিস্ফোরণ
মাওবাদীদের তরফে ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দেওয়া হয়েছিল। প্রতিবছর এই সময় রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বনধ ও হামলার মতো ঘটনা ঘটে থাকে।
ঠিক সেই ‘শহিদ সপ্তাহ’-এর শেষ দিনেই পরপর দু’টি বিস্ফোরণ, তা নতুন করে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলে দিচ্ছে।
রেলপথে বিস্ফোরণের ঘটনাটি যথেষ্ট ভয়াবহ হতে পারত, বিশেষত যেহেতু রাজধানী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন তাতে জড়িত ছিল।
১০ মিনিটের যাত্রা, কিন্তু মৃত্যু ফাঁদ! কেদারনাথ থেকে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
হরিদ্বারে মনসাদেবী মন্দিরে পদদলিত হয়ে ছয়জন পুণ্যার্থীর মৃত্যু, আহত বহু
প্রশাসন এখনও নীরব
এখনও পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারিভাবে বক্তব্য দেওয়া হয়নি। তবে রেলওয়ে পুলিশ (RPF), জিআরপি ও বম্ব স্কোয়াড ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে অনুমান, রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সেটা লাইনের উপর ছিল না বলে বড় ক্ষতি এড়ানো গেছে।
স্থানীয় মানুষ ও যাত্রীদের অভিজ্ঞতা
ঘটনাস্থলের কাছেই থাকা এক স্থানীয় ব্যক্তি জানান —
“একটা প্রচণ্ড শব্দ হয়, মনে হয়েছিল পাহাড় ভেঙে পড়ছে। এরপর দেখি ট্রেন থেমে গেল, প্রচণ্ড আতঙ্কে সবাই চিৎকার করছিল।”
এক যাত্রী বলেন —
“শুধু ভাবছিলাম এবার বুঝি শেষ। জানলার ধারে বসেছিলাম, জানতাম না বাঁচব কিনা।”
গোয়েন্দা সূত্রে আশঙ্কা আরও হামলার পরিকল্পনা
গোয়েন্দা দপ্তরের একাংশ মনে করছে, শহিদ সপ্তাহ উপলক্ষে আরও কয়েকটি হামলার পরিকল্পনা ছিল, তবে সব কার্যকর হয়নি। বিশেষ করে রেলপথ বা সরকারি সম্পত্তির ওপর আঘাত হানার চেষ্টা ছিল ষড়যন্ত্রকারীদের।
আরও পড়ুন :
এক রাতেই নামতে পারে বছরের এক-তৃতীয়াংশ বৃষ্টি, মিয়ুন জেলায় বৃদ্ধাশ্রমে প্লাবনে ৪৪ জনের মৃত্যু
এ যেন ঠিক ‘স্কুইড গেম’, দক্ষিণ গাজায় ত্রাণ পেয়ে ধন্যবাদ দিতেই শিশু আমিরকে গুলি!