Breaking News

KarimKhan

যৌন নির্যাতনের তদন্ত চলাকালেই আইসিসি’র চিফ প্রসিকিউটর পদ ছাড়লেন

এই ঘটনা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে

KarimKhan Resigns Amidst Investigation Details %%page%% %%sep%% %%sitename%%

KarimKhan

ক্লাউড টিভি: আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর করিম খান (KarimKhan) যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত চলাকালীন পদত্যাগ করেছেন।জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি দপ্তর (ওআইওএস) এই তদন্ত পরিচালনা করছে। আইসিসির রাষ্ট্রপক্ষগুলোর পরিষদের সভাপতির এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তের ফলাফল রোম সংবিধি ও আইসিসির আইনি কাঠামোর আলোকে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে। তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত করিম খান তার পদে থাকবেন না। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এতে বলা হয়, ‘রাষ্ট্রপক্ষগুলোর ব্যুরোর সঙ্গে আলোচনা শেষে পরিষদের সভাপতির অনুরোধে চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ওআইওএস পরিচালনা করছে’।

বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !

‘মোদি অবশ্যই প্রতিশোধ নেবে’ — সজাগ থাকার আহ্বান জানালেন ইমরান খান

বিবৃতিতে আরও বলা হয়, করিম খান অনুপস্থিত থাকাকালীন প্রসিকিউটর দপ্তরের দায়িত্ব পালন করবেন তার উপ-প্রসিকিউটররা। আদালতের কাজ কোনোরকম বিঘ্ন ছাড়াই সাধারণ নিয়মেই চলবে।

এছাড়া তদন্তের ফলাফল রোম সংবিধি ও আইসিসির আইনি কাঠামোর আলোকে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে বলেও জানানো হয়।

জানা যায়, ২০২৪ সালের মে মাসে আইসিসির দুই কর্মী চিফ প্রসিকিউটর করিম খানের বিরুদ্ধে অভিযোগ তুলে আদালতের স্বাধীন তদারকি সংস্থায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। আর এ ঘটনাটি এমন সময়ে ঘটে, করিম খান যখন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার উদ্যোগ নিচ্ছিলেন তার কিছুদিন আগে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, করিম খানের বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বরে নিউ ইয়র্কের এক হোটেল রুমে এক নারী সহকারীকে যৌন নির্যাতনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

যদিও তার আইনজীবীরা অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন।

তবে ওআইওএস মামলার তদন্ত শেষ হলে পরিষদের সভাপতির কাছে তাদের রিপোর্ট জমা দেবে।

আরও পড়ুন :

পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলারের তকমা পেলেন লিওনেল মেসি

ফ্রান্সে শর্মিলা ঠাকুর, কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত সত্যজিতের ‘অরণ্যের দিনরাত্রি’

ad

আরও পড়ুন: