Khalilur Rahaman
ক্লাউড টিভি ডেস্ক : জঙ্গিপুরের ঘটনা প্রসঙ্গে দিল্লি থেকে ভিডিও বার্তা দিলেন জঙ্গিপুরের তৃনমুল সাংসদ খলিলুর রহমানের (Khalilur Rahaman)। জঙ্গিপুরের সাংসদ কর জোড় করে এলাকার মানুষের প্রতি আবেদন জানান কেউ যেন কোন প্ররোচনায় পা না দেয়। জঙ্গিপুরের মানুষকে শান্তি-শৃঙ্খলা সুষ্ঠু রাখার আবেদন জানান তিনি। একইসঙ্গে প্রতিটি অভিভাবকের কাছে সাংসদের আবেদন আপনারা আপনাদের ঘরের তরুণদের সামলান। ১৫ থেকে ২০ বছর বয়সের তরুণরা ঝোঁকের বসে অনেক ভুল করতে পারে। তাদের আবেগ বেশি থাকতে পারে। কিন্তু অভিভাবকদের ঘরের সন্তানকে সামলাতে হবে।
সাংসদ (Khalilur Rahaman) আরও বলেন, ওয়াকফ নয়া সংক্রান্ত আইন বিল নিয়ে তৃণমূল কংগ্রেস সংসদে প্রতিবাদ করেছে। বিরুদ্ধে ভোট দিয়েছে। এখনো প্রতিবাদ জারি আছে। কিন্তু সেই প্রতিবাদকে শান্তিপূর্ণভাবে সঠিক পথে পরিচালিত করতে হবে। উত্তেজনার বসে আইন-শৃঙ্খলার অবনতি করা যাবে না। জঙ্গিপুরবাসী সজাগ থাকুন। সতর্ক থাকুন। আইন-শৃঙ্খলা রক্ষা করুন। মঙ্গলবার রাতে দিল্লি থেকে সোশ্যাল মাধ্যমে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন জঙ্গিপুরের সাংসদ (Khalilur Rahaman)।
Instagram-এ এই পোস্টটি দেখুন
এদিকে,মুর্শিদাবাদের জঙ্গীপুরে ওয়াকফ আইন প্রত্যাহার দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রঘুনাথগঞ্জ ও সুতি- দুই জায়গায় ১৬৩ ধারা আইন জারি করা হ’ল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। উল্লেখ্য- কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয় একটি পুলিশ গাড়ি সহ একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল চালায় পুলিশ। সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে শুরু হয় রীতিমতো খণ্ডযুদ্ধ। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রঘুনাথগঞ্জ ও সুতিতে ১৬৩ ধারা আইন জারি করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি মঙ্গলবার রাত থেকে আগামী ১১ এপ্রিল শুক্রবার পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
আরও পড়ুন :
ক্রীড়াঙ্গনের স্মরণীয় ঘটনা: কোন ম্যাচ না খেলেই বিশ্বচ্যাম্পিয়ন!
নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে মন্দার ঝুঁকি ৪৫ শতাংশ, বলছে মার্কিন বিনিয়োগ কোম্পানি
Facebook : https://www.facebook.com/CloudtvNews
Instagram : https://www.instagram.com/cloudtvnews/
x (twitter) : https://x.com/cloudTV_NEWS
Youtube: @cloud.tv24x7