Breaking News

Odisha Engineer Corruption

‘জানলা দিয়ে টাকার বৃষ্টি’ ভুবনেশ্বরে: সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে আয় বহির্ভূত ২ কোটিরও বেশি টাকা উদ্ধার

ভুবনেশ্বরে তল্লাশি চলাকালীন জানালা দিয়ে টাকা ছুড়ে পালাতে চেয়েছিলেন অভিযুক্ত ইঞ্জিনিয়ার

Odisha Engineer Corruption After Shocking Raid %%page%% %%sep%% %%sitename%%

Odisha Engineer Corruption

ক্লাউড টিভি রিপোর্ট:  ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বৈকুণ্ঠনাথ সারাঙ্গির বাড়িতে আয় বহির্ভূত টাকার (Odisha Engineer Corruption) খোঁজে অভিযান চালাতে গিয়ে ‘টাকার বৃষ্টি’র সাক্ষী হলেন তদন্তকারীরা।

তল্লাশি শুরুর পরেই এক অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়ে। তদন্তকারী কর্মকর্তারা যখন বাড়ির ভেতরে ঢুকে পড়েন, তখনই ওই ইঞ্জিনিয়ার হঠাৎ করেই জানালা দিয়ে ফেলে দিতে শুরু করেন ৫০০ টাকার বান্ডিল। মুহূর্তেই নিচে জড়ো হতে শুরু করেন স্থানীয় মানুষ। শুরু হয় হুড়োহুড়ি। একদিকে নোট কুড়ানোর ধুম, অন্যদিকে হতবাক তদন্তকারীরা সামাল দিচ্ছেন পরিস্থিতিকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, যেন সিনেমার কোনো দৃশ্য। আকাশ থেকে যেন টাকা ঝরছে— এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। তদন্তকারীরা অবশ্য দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নোটগুলো জব্দ করেন।

ওড়িশা ভিজিল্যান্স ডিপার্টমেন্টের ২৬ জন অফিসারের একটি দল গত বৃহস্পতিবার সকাল থেকে বৈকুণ্ঠনাথ সারাঙ্গির বিভিন্ন ঠিকানায় একযোগে তল্লাশি শুরু করেন। জানা গেছে, ভুবনেশ্বর, অঙ্গুল, পিপলি-সহ মোট ৭টি জায়গায় তল্লাশি চালানো হয়। সবকটিই ওই ইঞ্জিনিয়ারের মালিকানাধীন সম্পত্তি।

মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে ম্যাচ চলাকালে ক্রিকেটারের ওপর টাকার বৃষ্টি

শীঘ্রই আসছে নবনিযুক্ত গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর করা নতুন ₹২০ নোট, ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের

এই তল্লাশি অভিযানে যে তথ্য উঠে এসেছে তা অত্যন্ত চমকপ্রদ। শুধুমাত্র অঙ্গুল জেলার বাড়ি থেকেই উদ্ধার হয়েছে প্রায় ১.১ কোটি টাকা। এছাড়া ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে পাওয়া গেছে আরও ১ কোটি টাকা। অর্থাৎ মোট ২ কোটির বেশি নগদ টাকা

টাকা উদ্ধারের পর সেগুলো থরে থরে সাজিয়ে গণনা শুরু করে তদন্তকারী দল। সেই কাজে লেগে পড়েন ২৬ জন অফিসার। ভিজিল্যান্স বিভাগের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সাদা কাপড়ের ওপর সাজানো হয়েছে বিপুল পরিমাণ ৫০০ টাকার নোট। টাকা গোনার সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সরকারি চাকুরিজীবীর কাছ থেকে এই পরিমাণ নগদ অর্থ পাওয়ায় বিস্মিত তদন্তকারী সংস্থা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই সম্পত্তি সম্পূর্ণ আয় বহির্ভূত।

বৈকুণ্ঠনাথ সারাঙ্গিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে এই বিপুল অর্থের উৎস, কোন প্রক্রিয়ায় এটি জমা হয়েছে, এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তির যোগ আছে কি না— তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, সারাঙ্গির অফিস, ব্যাংক অ্যাকাউন্ট, দলিলপত্র সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থা মনে করছে, এই ঘটনায় আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

আরও পড়ুন :

জামাইষষ্ঠী উদযাপনে ‘জামাই আদর’ উৎসব: বাঙালি স্বাদে ভরপুর পর্যটন দফতরের অভিনব উদ্যোগ

প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে পুলিশকে বোমা মারার নিদান দিয়েও পার পেয়েছিলেন, এখন কেন কোপে কেষ্ট

ad

আরও পড়ুন: