১৪ দিনের নিঃশব্দ অভিযান, শেষমেশ মহাদেব চূড়ায় খতম ‘পহেলগাম হামলার মাস্টারমাইন্ড’: জানুন Operation Mahadev-এর ভেতরের কাহিনি

১৪ দিন নিঃশব্দে পাহাড়ে ঘেরা মহাদেব চূড়ায় লুকিয়ে ছিল পহেলগাম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। সেনা ও পুলিশ মিলিতভাবে চূড়ান্ত আঘাত হানে, আর তাতেই থেমে যায় তার সন্ত্রাসের পথ।