PahalgamAttack
ক্লাউড টিভি ডেস্ক : দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানিয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলের দিকে বায়সারান অরণ্যের কাছে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর আচমকা গুলি চালায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী। নিহতদের মধ্যে কর্ণাটক ও ওড়িশা থেকে আগত বহু পর্যটক রয়েছেন। আহতের সংখ্যা আরও অনেক বেশি এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল ৩টা নাগাদ বায়সারান অরণ্যের কাছাকাছি হঠাৎ গুলির শব্দে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে স্থানীয় মানুষ ও পর্যটকরা। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অস্ত্রধারীরা পর্যটকদের বাস ও গাড়িগুলোর উপর সরাসরি গুলি চালায়। এই ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন,
“এই হামলা বিগত কয়েক বছরে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ।”
তিনি আরও জানান, প্রকৃত মৃতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে এবং এটি আরও বাড়তে পারে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে এই জঘন্য হামলার তীব্র নিন্দা করেন এবং জানান,
“এই বর্বর হামলার পেছনে যাঁরা রয়েছে, তাঁদের শাস্তি নিশ্চিত করা হবে। সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।”
তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে ফোনে কথা বলেন এবং তাকে অবিলম্বে কাশ্মীরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দেন। অমিত শাহ ইতিমধ্যেই শ্রীনগর রওনা দিয়েছেন এবং সেখানকার সব নিরাপত্তা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করবেন বলে জানা গেছে।
#WATCH | J&K | Union Home Minister Amit Shah reaches Srinagar to hold a high-level meeting in the wake of the terrorist attack on tourists in Pahalgam. CM Omar Abdullah receives him at the airport. pic.twitter.com/5KBhhUZ91W
— ANI (@ANI) April 22, 2025
প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে পর্যটক এলাকায় এমন হামলা সম্ভব হলো। তল্লাশি ও চিরুনি অভিযান শুরু হয়েছে পুরো পাহেলগাম জুড়ে। সিআরপিএফ, সেনা এবং রাজ্য পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে।
পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: ভয়, আতঙ্ক ও নিরাপত্তা প্রশ্নে ফের উদ্বেগ
দেশজুড়ে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতারা এবং বিশিষ্টজনেরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। কর্ণাটক ও ওড়িশার মুখ্যমন্ত্রীরা নিহত পর্যটকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় #PahalgamAttack ট্রেন্ড করছে, যেখানে বহু মানুষ সরকারের কাছ থেকে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন।
এই সন্ত্রাসী হামলা আবারও মনে করিয়ে দিল, কাশ্মীরের সৌন্দর্য যতই মোহময় হোক, সন্ত্রাসবাদের ছায়া এখনও তা ধোঁয়াটে করে রেখেছে। এ ধরনের হামলা শুধু নিরীহ প্রাণ কাড়ে না, পর্যটন নির্ভর অর্থনীতির ওপরও বড় ধাক্কা আনে।
#PahalgamAttack #কাশ্মীরহামলা #TouristTragedy #ModiOnTerror #AmitShahInKashmir #CloudTVNews
আরও পড়ুন :
জন্ম হার বৃদ্ধি করতে ট্রাম্প এর উদ্যোগ: বিয়ে বা বাচ্চা নিলেই পাওয়া যাবে অর্থ সহ অঢেল সুযোগ!
বুমরাহ ও মান্ধানার যুগলবন্দি: উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার ভারতীয় দুই তারকা