Breaking News

BangladeshCorruption UK

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

শায়ান এফ রহমানের প্রতিনিধিরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, "আমরা কোনো আইন ভঙ্গ করিনি।"

BangladeshCorruption UK: A Case Overview %%page%% %%sep%% %%sitename%%

BangladeshCorruption UK

ক্লাউড টিভি ডেস্ক : বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার (BangladeshCorruption UK) ঘনিষ্ঠ সহযোগী ও বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের লন্ডনে থাকা দুটি বিলাসবহুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। শনিবার (২৩ মে) গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনসিএর বরাতে জানা গেছে, লন্ডনের গ্রোসভেনর স্কয়ার ও গ্রেশাম গার্ডেনস এলাকায় অবস্থিত মোট ৯টি সম্পত্তি জব্দ করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)। এর মধ্যে শায়ান এফ রহমানের মালিকানাধীন দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। একটি গ্রোসভেনর স্কোয়ারের ১৭ নম্বর ভবনে ২০১০ সালে ৬.৫ মিলিয়ন পাউন্ডে কেনা হয়, অন্যটি ২০১১ সালে ১.২ মিলিয়ন পাউন্ডে কেনা হয়।

ব্রিটেনের নাগরিক হতে এ বার অপেক্ষা করতে হবে ১০ বছর, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় নাগরিকরা

কোন রাজ্যে কত ওয়াকফ সম্পত্তি, জানলে অবাক হবেন!

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (এসি) শায়ান এফ রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে। ঢাকার একটি আদালত তাদের লন্ডনে থাকা সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দিয়েছে। এছাড়া, শায়ান এফ রহমানের ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে।

শায়ান এফ রহমানের প্রতিনিধিরা বলেছেন, “আমরা কোনো আইন ভঙ্গ করিনি। আমাদের সম্পত্তি আইনগতভাবে অর্জিত হয়েছে। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।”

গত বছর গার্ডিয়ান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের একটি যৌথ তদন্তে তার ছেলে এবং ভাগ্নের সম্পত্তির কথা উঠে আসে, যেখানে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন মূল্যের সম্পত্তি প্রকাশ করা হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকের নীতি পরিচালক ডানকান হেমস বলেছেন, ‘আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যাওয়ার এবং বিলম্ব না করে সমস্ত সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন :

নাহিদ ইসলামের উস্কানিমূলক পোস্টে বাংলাদেশের সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক

পদত্যাগের জল্পনার মাঝেই বিএনপি ও জামায়তের সঙ্গে ইউনূসের বৈঠক

ad

আরও পড়ুন: