ছয় দিন নিখোঁজ থাকার পর পাওয়া গেল অঙ্ক অনার্সের ছাত্রী স্নেহা দেবনাথের দেহ, শোকস্তব্ধ প্রিয়জন

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা দেবনাথের নিখোঁজ হওয়ার ছয় দিন পর যমুনা নদীতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও পুলিশের অনুমানে এটি আত্মহত্যা। সুইসাইড নোটে মানসিক অবসাদ ও একাকীত্বের ইঙ্গিত ছিল। বন্ধুরা বলেন, স্নেহা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।