Breaking News

Rajdeep Banerjee

আইসিএসই-তে ৯৯.০৪% নম্বর! দেশজুড়ে নজর কাড়লেন হুগলির রাজদীপ ব্যানার্জি

আইসিএসই পরীক্ষায় ৫০০-তে ৪৯৭ পেয়ে সম্ভাব্য তৃতীয় স্থানে হুগলির রাজদীপ ব্যানার্জি

Rajdeep Banerjee Achieves Remarkable Exam Success %%page%% %%sep%% %%sitename%%

Rajdeep Banerjee

হুগলি, ১ মে ২০২৫ (ক্লাউড টিভি): আরও একবার প্রমাণ হয়ে গেল—পরিশ্রম কখনও ব্যর্থ হয় না। হুগলির কোন্নগরের ছাত্র রাজদীপ ব্যানার্জি (Rajdeep Banerjee) আইসিএসই (ICSE) পরীক্ষায় অসাধারণ ফল করে তাক লাগিয়ে দিয়েছেন গোটা দেশকে। সর্বভারতীয় স্তরে সম্ভাব্য তৃতীয় স্থানাধিকারী রাজদীপ ৫০০-র মধ্যে পেয়েছেন ৪৯৭ নম্বর। শতাংশের হিসেবে যা দাঁড়ায় ৯৯.০৪%!

রাজ্যের গর্ব এই ছাত্রের সাফল্যে খুশি হয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশংসা করে পাঠিয়েছেন বিশেষ প্রশংসাপত্র। রাজ্য জুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে রাজদীপের এই সাফল্য নিয়ে শুরু হয়েছে প্রশংসার ঝড়।

রাজদীপ (Rajdeep Banerjee) হাওড়ার লিলুয়া এমসিকেবি স্কুল-এর ছাত্র। পরীক্ষায় কলা, অঙ্ক ও কম্পিউটার—এই তিনটি বিষয়ে ১০০-তে ১০০ পেয়েছে সে। বিজ্ঞান বিভাগেও দুর্দান্ত পারফরম্যান্স, নম্বর পেয়েছে ৯৭। এমন সুনির্দিষ্ট এবং ভারসাম্যপূর্ণ সাফল্য সহজেই মেলে না, তাই রাজদীপের ফলাফল ঘিরে উৎসাহ আরও বেশি।

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!

রাজদীপের (Rajdeep Banerjee) বক্তব্যে পাওয়া গেল বিনয় আর স্বপ্নের ছোঁয়া। সে জানায়, “আমি নিয়মিত পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু কখনও নিজেকে চাপ দিইনি। গল্পের বই পড়া আমার পছন্দ, বিশেষ করে শেক্সপিয়ারের লেখা। পাশাপাশি, বিজ্ঞান বিষয়ক জার্নাল পড়তেও ভালো লাগে। ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়ে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে।”

শুধু পড়াশোনায় নয়, রাজদীপ মানসিকভাবে অনেক বেশি পরিপক্ক। সে জানায়, শুধুমাত্র নম্বর পাওয়ার দৌড়ে নামার চাইতে জ্ঞান অর্জন এবং আগ্রহের জায়গা থেকে পড়াশোনা করাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

রাজদীপের (Rajdeep Banerjee)  বাবা-মা তার এই সাফল্যে ভীষণ খুশি। তাঁরা জানান, ছেলেকে কখনওই অতিরিক্ত চাপ দেননি। পড়াশোনার পাশাপাশি তাকে সবসময় বই পড়া, খেলাধুলা ও মানসিক আরাম বজায় রাখতে উৎসাহিত করেছেন।

স্কুলের শিক্ষকরাও রাজদীপের সাফল্যে গর্বিত। তারা জানিয়েছেন, রাজদীপ বরাবরই মনোযোগী, নম্র এবং চঞ্চলতাহীন এক ছাত্র। যে কোনও বিষয়ে গভীর আগ্রহ এবং প্রশ্ন করার ক্ষমতা তার মধ্যে ছোটবেলা থেকেই ছিল।

রাজ্য তথা দেশের শিক্ষা মহলে এই সাফল্য ইতিমধ্যেই উদাহরণ হয়ে উঠেছে। রাজদীপের মতো ছাত্ররা প্রমাণ করছেন, একনিষ্ঠতা আর সঠিক দিকনির্দেশনা থাকলে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাতেও সফল হওয়া সম্ভব।

বর্তমানে রাজদীপ উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান ও মেডিকেল সায়েন্স নিয়ে পড়তে চায়। তার স্বপ্ন—ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানো।

এই সাফল্য শুধু রাজদীপের নয়, তার পরিবার, বিদ্যালয় ও গোটা রাজ্যের। বাংলার শিক্ষা ব্যবস্থার মান ও ছাত্রছাত্রীদের প্রতিভা যে কোনওভাবেই পিছিয়ে নেই, তা আরও একবার প্রমাণ করলেন রাজদীপ ব্যানার্জি।

#RajdeepBanerjee #রাজদীপব্যানার্জি #ICSETopper2025 #BanglarGorbo #StudentSuccess

আরও পড়ুন :

সাউথ এশিয়ান ইউথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে বাংলার গর্ব প্রতীতি পাল

তীব্র গরমের আশঙ্কা থাকলেও কালবৈশাখীতে মিলবে স্বস্তি: মে মাসের তাপপ্রবাহ নিয়ে মৌসম ভবনের পূর্বাভাস

ad

আরও পড়ুন: