AishwaryaAbhishek ViralVideo
ক্লাউড টিভি ডেস্ক: বলিউডের সবচেয়ে আলোচিত তারকা দম্পতিদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, তাদের দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে। মাঝেমধ্যেই বিচ্ছেদের গুঞ্জন উঠলেও পরে তা মিলিয়ে যেত। সম্প্রতি আবারও গুঞ্জন ছড়ায় যে তারা সম্পর্কের ইতি টানতে চলেছেন। তবে এ সবকিছুর মাঝেই রবিবার (১০ আগস্ট) ভোরে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়া তাদের হাসিমুখের ভিডিও (AishwaryaAbhishek ViralVideo) যেন সব গুজবকে মিথ্যা প্রমাণ করল।
ঐশ্বরিয়া ও অভিষেক মেয়েকে নিয়ে পারিবারিক ছুটি কাটিয়ে ফিরেছেন মুম্বাইয়ে। বিমানবন্দরে কালো পোশাকে মা-মেয়ে এবং ব্রাউন জ্যাকেটে অভিষেককে দেখা যায়। ভিডিওতে অভিষেককে স্ত্রী ও মেয়ের জন্য অপেক্ষা করতে এবং গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়—যা দেখে মনে হয়নি তাদের সম্পর্কে কোনো তিক্ততা আছে। বরং আচরণে ফুটে উঠেছে আন্তরিকতা ও স্নেহ।
বিচ্ছেদের পথে সাইফ-কারিনার সম্পর্ক? পাক সাংবাদিকের বিস্ফোরক দাবি ঘিরে বলিপাড়ায় চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাদের আরও কিছু মধুর মুহূর্তের ভিডিও। একটিতে বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে ছবি তুলতে দেখা যায় ঐশ্বরিয়া-অভিষেককে। আরেকটিতে ঐশ্বরিয়াকে সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করতে দেখা যায়। এমনকি একটি ভিডিওতে ঐশ্বরিয়া অভিষেকের কাঁধে হেলে সেলফি তুলছেন—দুজনের মুখেই ছিল প্রাণখোলা হাসি।
কিছুদিন আগে বলিউডে নিজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, “ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে আমি যতই ব্যাখ্যা দিই, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।” এই মনোভাব নিয়েই তারা সব গুঞ্জন উপেক্ষা করে নিজেদের মতো চলছেন।
বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা পেয়ে ভক্তরা খুশি। অনেকেই মনে করছেন, এভাবেই তারা প্রমাণ করলেন যে সম্পর্ক এখনো অটুট। যদিও বিচ্ছেদের খবর নিয়ে তারা কোনো মন্তব্য করেননি, তবে তাদের একসঙ্গে হাসিমুখে দেখা যাওয়াই সব জল্পনার জবাব হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন :
রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন দেব, ‘ধূমকেতু’ ঘিরে বিতর্কে নীরবতা ভাঙলেন অভিনেতা
‘দিদি নাম্বার ওয়ান’ কী বন্ধ হচ্ছে? যা জানালেন রচনা ব্যানার্জি