Breaking News

AishwaryaAtCannes 2025

ঐশ্বরিয়ার গলায় ৫০০ ক্যারেট চুনির মালা, দাম কত জানেন?

শাড়ি ও গয়নার সম্মিলিত খরচ কয়েক শো কোটি টাকায় পৌঁছাতে পারে – দাবি ফ্যাশন বিশেষজ্ঞদের

AishwaryaAtCannes 2025: Red Carpet Highlights %%page%% %%sep%% %%sitename%%

AishwaryaAtCannes 2025

কান, ২৩  মে (ক্লাউড টিভি):কান চলচ্চিত্র উৎসব মানেই রেড কার্পেটে একেকটি ফ্যাশন মুহূর্ত। আর সেই তালিকায় নিয়মিত নাম ভারতের প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন (AishwaryaAtCannes 2025)। চলতি বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তিনি পাশ্চাত্য গাউনের পরিবর্তে বেছে নিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী পোশাক—একটি মনীশ মালহোত্রা ডিজাইন করা বেনারসি শাড়ি।

কিন্তু শুধুই শাড়ি নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তার গলায় থাকা ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা, যার আনুমানিক মূল্য শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই।

ঐশ্বরিয়ার পরনে ছিল একটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। এই শাড়িটি বেনারসের সবচেয়ে জটিল এবং সূক্ষ বুননের নিদর্শন। ডিজাইনার মনীশ মালহোত্রা নিজে জানিয়েছেন, শাড়িটির বুটি বোনা হয়েছে রুপা ও রোজ গোল্ড জরি দিয়ে। জারদৌসি কারুকাজে সমৃদ্ধ এই শাড়িটি আরও চোখ ধাঁধানো করে তুলেছে তার উপর থাকা দুধ-সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না।

ঐশ্বরিয়া শাড়িতে যেমন ভারতের ঐতিহ্যকে তুলে ধরেছেন, তেমনই নিজের ব্যক্তিত্বে এনেছেন আধুনিকতা ও গ্ল্যামারের ছোঁয়া।

সবচেয়ে বেশি নজর কেড়েছে তার চুনির মালা ও হীরের গয়না
জানা গেছে, এই মালায় ব্যবহৃত চুনি এসেছে মোজাম্বিক থেকে এবং তা মোট ৫০০ ক্যারেট। প্রতি ক্যারেট চুনির মূল্য আন্তর্জাতিক বাজারে গড়ে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই হিসেবে, মালাটির মূল্য দাঁড়ায় প্রায় ১০ থেকে ৫০ কোটি টাকার মধ্যে

কান চলচ্চিত্র উৎসবে নতুন বিধিনিষেধ: পোশাকে নগ্নতা, অতিরিক্ত দৈর্ঘ্য ও বড় ব্যাগ নিষিদ্ধ

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া ভাট, ঐশ্বরিয়া থাকছেন আগের মতোই আলোচনায়

এছাড়াও তার হাতে ছিল বড় আকৃতির চুনির আংটি, ও গলায় হীরের অতিরিক্ত গয়না, যা কান উৎসবের রেড কার্পেটকে মুহূর্তেই রাজকীয় করে তোলে।

শুধু চুনি নয়, ঐশ্বরিয়ার শাড়িতে ব্যবহৃত ১৮ ক্যারেট সোনার জরির কাজও ছিল চোখে পড়ার মতো।
বর্তমানে বাজারে ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম প্রায় ৭১,০০০ টাকা। শাড়ি ও গয়নার সম্মিলিত খরচ হিসাব করলে, এবারের কান উৎসবের ফ্যাশনে বচ্চন বধূর পোশাক ও গয়নার খরচ কয়েক শো কোটি টাকা ছুঁতে পারে বলে ফ্যাশন বিশেষজ্ঞদের অনুমান।

উল্লেখযোগ্য যে, ২০০২ সাল থেকে ঐশ্বরিয়া রাই কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। প্রথম বছর সেজেছিলেন শাড়িতেই। এরপর একাধিক লুক, ডিজাইনার পোশাক আর গ্লোবাল ফ্যাশন মোমেন্ট তৈরির মাধ্যমে তিনি হয়ে উঠেছেন ভারতের এক আন্তর্জাতিক ফ্যাশন আইকন।

২৩ বছর পর, আবার শাড়িতে ফিরে আসা যেন এক নিজস্ব সাংস্কৃতিক বিবৃতি।

আরও পড়ুন :

সুপ্রিম কোর্টের রায়ে কোণঠাসা ‘অযোগ্য’ শিক্ষকেরা

চিনতে পারছেন এই বলিউড ডিভা কে ?

ad

আরও পড়ুন: