AliaHelpsStaff BollywoodNews
ক্লাউড টিভি ডেস্ক: বলিউড তারকাদের জীবন নিয়ে আলোচনার শেষ নেই। তবে কেউ কেউ তাঁদের গ্ল্যামার পেরিয়ে বাস্তব জীবনে এমন কিছু করেন, যা কেবল অনুরাগীদের নয়, সমগ্র সমাজকেও অনুপ্রাণিত করে। ঠিক তেমনই কাজ করলেন আলিয়া ভাট (AliaHelpsStaff BollywoodNews)। তিনি শুধু রুপালি পর্দার নয়, বাস্তব জীবনের নায়িকাও বটে।
সম্প্রতি জানা গেছে, নিজের দীর্ঘদিনের এক গাড়িচালক ও এক গৃহকর্মীকে বাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকার আর্থিক সহায়তা করেছেন আলিয়া ভাট। বর্তমান বাজারদরে এই অর্থে মুম্বই শহরের আশেপাশে একটি ভালোমানের ফ্ল্যাট কেনা সম্ভব। এমন মানবিকতায় মুগ্ধ গোটা বলিউড এবং নেটদুনিয়া।
‘তনু ওয়েডস মনু’র সেই ম্যাজিক আবার? পুজোতেই পর্দায় ফিরছেন কঙ্গনা-মাধবন, আসছে ‘সার্কল’
ওরম্যাক্সে দক্ষিণী তারকাদের দাপট, নাম নেই সলমান-শাহরুখের শীর্ষে প্রভাস, অক্ষয় একমাত্র বলিউড মুখ
আলিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “ওই দুই কর্মী বহু বছর ধরে আলিয়ার সঙ্গে যুক্ত। অভিনেত্রী তাদের প্রতি শুধু দায়িত্বশীল নন, তাঁদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত। তাই তিনি চেয়েছেন তাঁরা যেন স্থায়ী ঠিকানায় স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন।”
আগেও করেছেন সহযোগিতা
এটা প্রথমবার নয়। ২০১৯ সালেও সুনীল ও অমোল নামে দুই কর্মীকে আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন আলিয়া। তাঁকে ঘনিষ্ঠরা বলেন, “অভিনয়জগতে যত বড় হচ্ছেন, আলিয়া মানুষ হিসেবেও ততই পরিণত হচ্ছেন।” এটাই তাঁকে আলাদা করে তুলেছে অনেকের চেয়ে।
অর্থ, ক্ষমতা ও উদারতা—সব একসঙ্গে
আলিয়া ভাট বর্তমানে শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং একাধিক ব্যবসারও অংশীদার। বিজ্ঞাপন, প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন’, রিলায়েন্সের সঙ্গে যৌথভাবে শিশুদের পোশাক ব্র্যান্ড এবং একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে তাঁর আয়ের উৎস বিস্তৃত।
তিনি শুধু নিজের জন্যই নয়, তাঁর পরিবারকেও নিরাপত্তা ও আরামদায়ক জীবনের আশ্বাস দিয়েছেন। মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাটকে ফ্ল্যাট উপহার দিয়েছেন। অন্যদিকে স্বামী রণবীর কাপুরের সঙ্গে ২০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি করছেন ‘কাপুর ম্যানশন’।
সম্পত্তিতে ছাড়িয়ে গেছেন স্বামী-ননদকেও
‘জিকিউ ইন্ডিয়া’র তথ্য অনুযায়ী, আলিয়ার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি টাকা। এই পরিমাণ তাঁর স্বামী রণবীর কাপুরের (৩৪৫ কোটি) ও ননদ কারিনা কাপুরের (৪৮৫ কোটি) সম্পদের থেকেও বেশি।
আলিয়া ভাট: একজন অভিনেত্রী, একজন মানবিক মানুষ
এই উদারতার খবর সামনে আসতেই ভক্ত ও সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। একজন নেটিজেন লেখেন, “আলিয়া শুধু পর্দায় নন, বাস্তব জীবনেও হিরো। এ ধরনের কাজ করার জন্য সাহস লাগে।”
এবার পূজার মরশুমে যখন বলিউড তারকারা নিজেদের প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তখন আলিয়া নীরবে করে গেলেন এমন এক কাজ, যা বহু তারকার কাছেই উদাহরণ হয়ে থাকবে।
আরও পড়ুন :
নুসরাত-মিমি একসঙ্গে পূজায়? বন্ধুত্ব কি ফিরছে পুরোনো মোড়কে!
মনের মানুষকে প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানা, জন্মদিনে প্রেমের বার্তা পলাশের