ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস: পুরুলিয়ার অনুপর্ণা রায়ের হাতে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, আলোচনায় Songs of Forgotten Trees

ভেনিস চলচ্চিত্র উৎসবে অনুপর্ণা রায়ের Songs of Forgotten Trees জিতে নিল সেরা পরিচালকের পুরস্কার। পুরুলিয়ার কন্যার এই জয় ভারতীয় সিনেমাকে নতুন সম্মান এনে দিল।