Breaking News

arunoday singh divorce

বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর অদ্ভুত বিবাহবিচ্ছেদ, কারণ এক পোষ্য কুকুর!

বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর দাম্পত্য জীবনের ইতি ঘটার অন্যতম কারণ ছিল একটি কুকুর

arunoday singh divorce: A Bollywood Marriage Gone Awry %%page%% %%sep%% %%sitename%%

arunoday singh divorce

ক্লাউড টিভি ডেস্ক : বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর বিবাহবিচ্ছেদ (arunoday singh divorce) ঘিরে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। তাঁর দাম্পত্য জীবনের ইতি ঘটার অন্যতম কারণ ছিল একটি কুকুর!

২০১৬ সালের ১৩ ডিসেম্বর কানাডিয়ান লি এলটনের সঙ্গে বিয়ে করেছিলেন অরুণোদয়। মধ্যপ্রদেশের ভোপালে তাঁদের জাঁকজমক করে বিয়ে হয়। কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয়, যার বড় কারণ ছিল তাঁদের পোষ্য কুকুরদের মধ্যে অশান্তি (arunoday singh divorce)।

‘রক্তবীজ 2’ (Raktabeej2)-তে তারকা চমক! অঙ্কুশ হাজরা এবার খলনায়কের ভূমিকায়

IIFA-র মঞ্চে ‘লাপাতা লেডিজ’ এর জয়জয়কার, দশটি পুরস্কার পেল

অরুণোদয় কুকুর খুব ভালোবাসেন এবং নিয়মিত নিজের পোষ্যদের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। কিন্তু বিয়ের পর তাঁর এবং লির কুকুরদের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। কুকুরদের লড়াই, চিৎকার, ও ঘরোয়া অশান্তি থেকে ক্রমশ দু’জনের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। শেষ পর্যন্ত, তিন বছরের মধ্যেই তাঁদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায়।

২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় (arunoday singh divorce)। এখন ৪২ বছর বয়সী অরুণোদয় একাই থাকেন এবং এখনও বিয়ে করেননি। তিনি জিসম ২, সিকান্দর, ম্যায়ں তেরা হিরো, মিস্টার এক্স, ব্ল্যাকমেল, ও মহেঞ্জো দারো-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7

x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: