Breaking News

AryanKhan NetflixSeries

দর্শকদের চোখে শাহরুখেরই জেরক্স কপি আরিয়ান

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চে তাকে দেখে দর্শকরা বলছেন—সে নাকি বাবারই জেরক্স কপি। শাহরুখ-আরিয়ানের স্টাইলিশ লুক, বিলাসবহুল ঘড়ি ও গ্ল্যামারাস উপস্থিতি এখন আলোচনার কেন্দ্রে।

AryanKhan NetflixSeries: A New Director Emerges %%page%% %%sep%% %%sitename%%

AryanKhan NetflixSeries

ক্লাউড টিভি ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে পরিচালক হিসেবে পা রাখলেন বিনোদন জগতে। সম্প্রতি তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজের (AryanKhan NetflixSeries) প্রিভিউ লঞ্চে বাবা শাহরুখ খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। আর সেখানেই দর্শকদের চোখে ধরা পড়ল—আরিয়ান যেন শাহরুখ খানেরই জেরক্স কপি!

অনুষ্ঠানে আরিয়ানকে দেখা যায় সম্পূর্ণ ব্ল্যাক স্যুটে, ওপেন-কলার শার্ট, গলায় সোনার চেন এবং স্টাইলিশ হেয়ারস্টাইলসহ একেবারে গ্ল্যামারাস লুকে। তার হাতে শোভা পাচ্ছিল বিলাসবহুল পাটেক ফিলিপ নটিলাস হোয়াইট গোল্ড ঘড়ি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৩ লাখ টাকা। দর্শকরা মন্তব্য করেছেন, শুধু লুকেই নয়, স্টাইল আর ক্যারিশমাতেও তিনি বাবার মতোই।

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রায় সুনামি নেটপাড়ায়!

বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !

অন্যদিকে, কিং খানও ছিলেন সমান জমকালো। কালো পোশাকে হাজির শাহরুখ খানের হাতে ছিল অত্যাধুনিক অডেমার্স পিগুয়েট জুলস মিনিট রিপিটার প্লাটিনাম স্কেলেটন ডায়াল ঘড়ি, যার দাম প্রায় ৩ কোটি ৯৪ লাখ টাকা। হাতে স্লিং থাকলেও ছেলের প্রথম কাজের সাফল্যে শাহরুখের চোখে ছিল অফুরন্ত গর্ব।

আরিয়ানের প্রথম ওয়েব সিরিজটি নির্মিত হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, রাঘব জুয়ালসহ আরও অনেকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে করণ জোহর, রণবীর সিং এবং সালমান খানের মতো তারকাদের। ওয়েব সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে

অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়ায় ভেসে গেছে আরিয়ান। কেউ লিখেছেন, “বাবার জেরক্স কপি আরিয়ান”, আবার কেউ মজা করে বলেছেন, “শাহরুখ খানের দ্বিতীয় ইনিংস শুরু হলো ছেলের হাত ধরে।”

আরও পড়ুন :

গৃহকর্মীর হাতে নির্যাতনের শিকার কাঞ্চন-শ্রীময়ীর কন্যা, শিউরে উঠলেন দম্পতি

ট্রাম্পের ৫০% শুল্কে ভারতের রপ্তানি, কর্মসংস্থান ও জিডিপি বৃদ্ধি নিয়ে অশনি সংকেত

ad

আরও পড়ুন: