AI-র ডিপফেক কনটেন্ট রুখতে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন দিল্লি হাইকোর্টে: Google ও YouTube আদালতের কাঠগড়ায়

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই দিল্লি হাইকোর্টে মামলা করেছেন, দাবি করেছেন YouTube-এ ছড়ানো AI-ভিত্তিক ভুয়ো ভিডিও তাদের ব্যক্তিত্ব অধিকার ক্ষুণ্ণ করছে। Google-কে এই ধরনের ভিডিও সরানোর পাশাপাশি ভবিষ্যতে AI প্রশিক্ষণে ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।