Breaking News

ঋতুপর্ণা সেনগুপ্ত কবিতা বই প্রকাশ

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবার কবি, প্রকাশিত হচ্ছে কবিতার বই

অভিনেত্রী থেকে কবি—ঋতুপর্ণা সেনগুপ্ত আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন তাঁর কবিতার বই ‘My Balcony Sea and Other Poems’, যা ফরাসি ভাষায় অনুবাদ হয়ে আন্তর্জাতিক পাঠকের কাছেও পৌঁছাবে।

ঋতুপর্ণা সেনগুপ্ত কবিতা বই প্রকাশ Ceremony %%page%% %%sep%% %%sitename%%

ঋতুপর্ণা সেনগুপ্ত কবিতা বই প্রকাশ

ক্লাউড টিভি ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত শনিবার, ৩০ আগস্ট আনুষ্ঠানিকভাবে কবি হিসেবে আত্মপ্রকাশ করলেন। ফরাসি সাংস্কৃতিক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রাঁসো-এর মঞ্চে  তাঁর প্রথম কবিতার বই ‘My Balcony Sea and Other Poems’-এর প্রকাশ অনুষ্ঠান। অভিনেত্রী হিসেবে দীর্ঘ সাফল্যের পাশাপাশি এবার তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি, জীবনযাত্রার নানা টানাপোড়েন এবং শিল্প-সাহিত্য চর্চাকে এক ভিন্ন রূপে প্রকাশ করছেন।

ঋতুপর্ণার জীবনের নানা ওঠাপড়া, পরিবার, সন্তান, অভিনয়জীবনের অভিজ্ঞতা, সংগ্রাম এবং আত্মকথন ফুটে উঠেছে এই কাব্যগ্রন্থে। প্রায় এক দশক ধরে তিনি কবিতা লিখে যাচ্ছিলেন, কিন্তু এবারই তা আনুষ্ঠানিকভাবে পাঠকের সামনে আসছে। তাঁর কবিতা ইতিমধ্যেই ফরাসি ভাষায় অনুবাদ করেছেন কবি ত্রিনাঞ্জন চক্রবর্তী, ফলে বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে দেওয়ার উদ্যোগ ঘটছে।

সিনেমা থেকে সাহিত্য – নতুন পরিচয়ে ঋতুপর্ণা

বর্তমানে ঋতুপর্ণা অভিনয় করছেন অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত ‘বেলা’ ছবিতে। শুক্রবার মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি বাঙালি নারীজীবনের প্রতীক ‘বেলা দে’-র চরিত্রে অভিনয় করেছেন। বেলা দে একসময় বাংলার নারী সমাজের আত্মপরিচয়, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিলেন। ঠিক সেই সময়েই রবীন্দ্রনাথের মৃত্যু, স্বাধীন ভারতের প্রথম মধ্যরাত ও নেহরুর ভাষণ—সব মিলিয়ে ঐতিহাসিক আবহে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

একই সময়ে ‘বেলা’র সাফল্যের আলোচনার মধ্যেই অভিনেত্রী কবি রূপে আত্মপ্রকাশ করায় এক ভিন্ন মাত্রা যোগ হলো। অভিনয়, প্রযোজনা, সংসার এবং সন্তানদের দেখভালের পাশাপাশি সাহিত্যে নিজের জায়গা তৈরি করতে চলেছেন তিনি।

কবিতা থেকে আন্তর্জাতিক মঞ্চে

ঋতুপর্ণার লেখা কবিতাগুলি কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, সমাজ ও সংস্কৃতির বিভিন্ন দিককেও স্পর্শ করেছে। তাঁর কবিতা অনুবাদ হয়ে ফরাসি ভাষায় প্রকাশিত হওয়ায় বিদেশি পাঠকরাও এবার তাঁর সৃজনশীলতা উপভোগের সুযোগ পাবেন। সাহিত্য ও সংস্কৃতির এই মিলন শুধু তাঁর ভক্তদেরই নয়, বাংলা ভাষা ও সাহিত্যপ্রেমীদের কাছেও এক বড় অর্জন হতে চলেছে।

আরও পড়ুন :

সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হলো ব্রাডম্যানের ব্যাগি গ্রিন টুপি

মোদি সমীক্ষা ২০২৫ : সমর্থন কমলেও সমীক্ষায় এগিয়ে মোদি

ad

আরও পড়ুন: