ChahalMahawash CricketAndControversy
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ১২ জুলাই, ২০২৫ : ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে (ChahalMahawash CricketAndControversy) ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছেন বেতার উপস্থাপক মহাওয়াশ। এবার সেই সম্পর্ক ও ক্রিকেটপ্রেম যেন এক নতুন রূপ নিল—চ্যাম্পিয়নস লিগ টি-টেন-এর আসন্ন আসরের জন্য একটি দলের মালিকানা কিনে ফেললেন মহাওয়াশ নিজেই ।
সোশ্যাল মিডিয়ায় এই খবরে রীতিমতো চমকে গেছেন অনেকেই। কেউ কেউ বলছেন, “প্রেমিকের জন্যই এমন দারুণ পদক্ষেপ”, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন—এত দূর কীভাবে গেল সম্পর্ক?
আইপিএলের সময় থেকেই মহাওয়াশ ও চাহালের ঘনিষ্ঠতা চোখে পড়ে অনুরাগীদের। প্রায় প্রতিটি ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে সাপোর্ট করতে দেখা যায় মহাওয়াশকে। শুধু গ্যালারিতেই নয়, ক্রিকেটারদের টিম বাসেও তাঁকে দেখা গেছে একাধিকবার।
চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মা-র সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মহাওয়াশের সঙ্গে নাম জড়িয়ে যায় চাহালের। যদিও দুজনেই সরাসরি সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে তাদের ছবি, উপস্থিতি, ইনস্টাগ্রাম পোস্ট—সব মিলিয়ে ‘প্রেমের জল্পনা’ যেন কার্যত সত্যি বলেই ধরে নিচ্ছে নেট দুনিয়া।
সব জল্পনার মাঝেই এবার বড় ঘোষণা—মহাওয়াশ এখন একজন ক্রিকেট দলের মালিক। চ্যাম্পিয়নস লিগ টি-টেন নামের একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী একটি দলের মালিকানা কিনেছেন তিনি। আগস্টের শেষে এই টুর্নামেন্ট শুরু হবে, যেখানে অংশ নেবে মোট ৮টি দল।
যদিও এখনো স্পষ্টভাবে জানা যায়নি, মহাওয়াশ কোন দলের মালিক হয়েছেন। গুঞ্জন রয়েছে, এই দলে চাহালকেও দেখা যেতে পারে। তবে অফিশিয়াল কিছু জানা যায়নি।
একটি ঘনিষ্ঠ সূত্রের দাবি,
“মহাওয়াশ সবসময় ক্রীড়া ও বিনোদনের সংযোগে বিশ্বাসী। দলে বিনিয়োগের মাধ্যমে তিনি নতুন পথ খুলছেন, যা তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।”
সোশ্যাল মিডিয়ায় মহাওয়াশকে নিয়ে ট্রোল ও কটাক্ষ থামছেই না। বিশেষত, ধনশ্রী ও চাহালের বিচ্ছেদের পর থেকে মহাওয়াশকে নিয়ে চলে নানা কুরুচিকর মন্তব্য। অনেকেই তাকে ‘ঘর-ভাঙানো’ নারী বলেও আখ্যা দিয়েছেন।
ব্যাজ্জিওর ‘ঐতিহাসিক ১০ নম্বর’ জার্সি পেয়ে আপ্লুত মেসি, বললেন “এটা জীবনের অমূল্য স্মৃতি”
ধনশ্রী ভার্মা ও ইউজভেন্দ্র চাহালের সম্পর্কের নতুন মোড়, ইনস্টাগ্রামে পুরনো ছবি ফিরিয়ে আনলেন ধনশ্রী
তবে মহাওয়াশ এক সাম্প্রতিক পোস্টে লেখেন:
“লোকের কী বলার আছে, তা নিয়ে ভাবি না। আমি নিজের জীবন নিজের মতো করে বাঁচি। আর সেই জীবনেই জায়গা করে নিয়েছে ক্রিকেট।”
একদিকে চাহালের সঙ্গে সম্পর্কের জল্পনা, অন্যদিকে ক্রিকেট দলের মালিকানা—মহাওয়াশ যেন এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। অনেকেই বলছেন, এটি শুধুই প্রেমিককে খুশি করার কৌশল নয়, বরং নিজের ব্র্যান্ড ও পরিচিতি গড়ার একটি কৌশলী পদক্ষেপ।
বিনোদন ও ক্রীড়ার জগতে এরকম সংযোগ আগেও দেখা গেছে। এবার মহাওয়াশ-চাহাল জুটির হাত ধরে তারই এক নতুন রূপ কি দেখা যাবে?
আরও পড়ুন :
ভারতীয় ফুটবলে নতুন জুটি—নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রিবক
তিন বছরের চুক্তিতে লাল-হলুদে রামসাঙ্গা: মাঝমাঠে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল