Dipika in King
ক্লাউড টিভি ডেস্ক : মাস কয়েক আগেই প্রথম সন্তানের মা হয়েছেন দীপিকা পাডুকোন (Dipika in King)। তাই অচিরেই অভিনয়ে ফেরার পরিকল্পনা ছিল না তার। তবে এমন ছবির প্রস্তাব পেলেন যা আর হাতছাড়া করতে পারলেন না এই নায়িকা। শাহরুখ খানের সঙ্গে আবারও স্ক্রিন শেয়ারের সুযোগ বলে কথা! অনেক দিন ধরেই জল্পনা চলছিল ‘কিং’ ছবি নিয়ে।
ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। প্রথমবার বাবা শাহরুখের সঙ্গে ছবি করছেন সুহানা খান। বড় পর্দায় এটাই তার প্রথম কাজ।
এবার শোনা যাচ্ছে, পর্দায় সুহানা খানের মা হতে যাচ্ছেন দীপিকা (Dipika in King)। ছবিটিতে ক্যামিও দেবেন তিনি, সুহানার মায়ের চরিত্রে। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা।
প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই (Dipika in King) ভেবেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সাইফ আলী খান ও টাবুর।
রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ
মায়ের নামে নতুন পরিচয়ে প্রতীক! আনুষ্ঠানিকভাবে হলেন প্রতীক স্মিতা পাটিল
ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। বিজয় ভার্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ছবিটি ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা।
কিং’-এ দীপিকার কাজের খবরটি সত্য হলে বাবার পর (‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মায়ের ভূমিকায় ছিলেন দীপিকা) মেয়ে সুহানার মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকাকে (Dipika in King)।
আরও পড়ুন :
‘আল্লাহ্ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। চিন্তা করবেন না। আসতেছি আমি।’! বললেন শেখ হাসিনা
ঠাকুরপুকুর দুর্ঘটনা: ঋতুপর্ণা সেন মুখ খুললেন, বললেন ‘আমি ট্রমার মধ্যে আছি’
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS