King Khan In Marvel
ক্লাউড টিভি নিউজ ডেস্ক : বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার মার্ভেল ইউনিভার্সে (King Khan In Marvel) পা রাখতে চলেছেন—এমন গুঞ্জনে সরগরম বিনোদন জগৎ। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘মার্ভেল লিক্স’ দাবি করেছে, শাহরুখ খানের সঙ্গে মার্ভেল স্টুডিওর প্রাথমিক আলোচনা চলছে একটি প্রজেক্ট নিয়ে। যদিও স্পষ্ট করে জানানো হয়েছে, এই প্রজেক্টটি ‘অ্যাভেঞ্জার্স: ডুমস ডে’ নয়।
এক্স-এর ওই টুইটে লেখা হয়েছে: “শাহরুখ খান মার্ভেল স্টুডিওর (King Khan In Marvel) সঙ্গে একটি প্রজেক্টের জন্য প্রাথমিক পর্যায়ে আলোচনা করছেন (এই প্রজেক্ট অ্যাভেঞ্জার্স: ডুমস ডে নয়)।” স্রেফ এই একটি পোস্টেই উচ্ছ্বাসে ফেটে পড়েছে অনুরাগীরা। তবে এখনও পর্যন্ত শাহরুখ অথবা মার্ভেলের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
NEWS/RUMOR: Shah Rukh Khan ( SRK ) is Rumored to be in early talks with Marvel Studios for a role in a future project ( NOT AVENGERS DOOMSDAY ). pic.twitter.com/fRSKSVACUt
— Marvel Leaks (@MarvelLeaks22) April 28, 2025
ফাওয়াদ খানের প্রত্যাবর্তনে বিতর্কের ঝড়, ‘আবির গুলাল’ মুক্তি কি আটকে যাবে?
মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে অভিনয় করা অ্যান্থনি ম্যাকি সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “শাহরুখ খান মানানসই, তিনিই সেরা!” এই মন্তব্যের পরই গুঞ্জন শুরু হয়েছে, তাহলে কি শাহরুখ খান মার্ভেল ইউনিভার্সে অ্যাভেঞ্জার হিসেবে পর্দায় আসছেন (King Khan In Marvel) ?
২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন, “আমরা যদি ভারতীয় কনটেন্ট সিনেমা বানাই, সেক্ষেত্রে শাহরুখকে আমাদের নিতেই হবে।” ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “শাহরুখ খান একজন কিংবদন্তি। তাই না?”
মার্ভেল ইউনিভার্সে শাহরুখ খানের আগমন হলে সেটি তাঁর প্রথম সুপারহিরো ছবি হবে না। কারণ ইতিমধ্যেই তিনি ‘রা ওয়ান’ ছবিতে সুপারহিরো চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তাঁর চরিত্র ‘জি ওয়ান’ প্রথমে ভিডিও গেমের সুপারহিরো ছিল, পরে বাস্তব জীবনে পা রাখে সে।
শাহরুখ খানের মার্ভেল ইউনিভার্সে আগমনের খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় উচ্ছ্বাসের জোয়ার। অনুরাগীরা #KingKhanInMarvel, #SRKAvenger, #MarvelUniverse, #ShahRukhInMCU হ্যাশট্যাগে তাদের অনুভূতি প্রকাশ করছেন।
#KingKhanInMarvel #SRKAvenger #MarvelUniverse #ShahRukhInMCU #MarvelLeaks #AnthonyMackie #BollywoodToHollywood #SRKInMarvel #MarvelStudios #ShahRukhKhan
আরও পড়ুন :
২৮ বছর পর বৈশাখে ‘শীতল’ রাত! কলকাতায় তাপমাত্রা কমল ২০ ডিগ্রি, চমকে দিল আবহাওয়া