Breaking News

Aashiqui 3

“কার্তিক আরিয়ান ও শ্রীলীলার রোমান্সে সোশ্যাল মিডিয়ায় ঝড়, ভাইরাল দার্জিলিংয়ের রোমান্টিক মুহূর্ত!”

এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নেটিজেনরা কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়।

Aashiqui 3: Kartik Aaryan and Shree Leela Together %%page%% %%sep%% %%sitename%%

Aashiqui 3

ক্লাউড টিভি ডেস্ক :  বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ‘আশিকি ৩’ (Aashiqui 3) ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন ‘পুষ্পা ২’ খ্যাত অভিনেত্রী শ্রীলীলা। অনুরাগ বসুর পরিচালনায় নির্মিত এই ছবিটি ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

সম্প্রতি কার্তিক আরিয়ান তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শ্রীলীলার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি শেয়ার করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যাচ্ছে, দার্জিলিংয়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বসে রয়েছেন তাঁরা। কার্তিক শ্রীলীলার দিকে গভীর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর শ্রীলীলা লজ্জায় মাথা নিচু করে রেখেছেন।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

ছবিতে কার্তিককে দেখা যাচ্ছে লম্বা দাড়ি ও লম্বা চুলের রাফ লুকে, যা তাঁর অনুরাগীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। অন্যদিকে, শ্রীলীলা গোলাপী রঙের পোশাকে অসাধারণ লাগছে। ছবিটির ক্যাপশনে কার্তিক লিখেছেন, ‘তুই আমার জীবন।’

এই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নেটিজেনরা কমেন্ট বক্স ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়। একজন লিখেছেন, ‘আমি তোমাদের দুজনের কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আরেকজন লিখেছেন, ‘এখন আর প্রেমের অপেক্ষা করা যাচ্ছে না।’ কেউ মন্তব্য করেছেন, ‘এটা হিট হবে বস।’ আরেকজন লিখেছেন, ‘আরেকটি ব্লকবাস্টার (Aashiqui 3) তৈরি হচ্ছে।’

Pakistani Series : জনপ্রিয় এই ৭ পাকিস্তানি সিরিজ দেখেছেন কি

Uyghur Rebels and China : ‘উইঘুর’ মুসলিম যোদ্ধাদের নিয়ে তৈরি সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী ‘তুর্কিস্তান ইসলামিক পার্টি’র থেকে এ বার সরাসরি হুমকি পেল চিন।

‘আশিকি ৩’ (Aashiqui 3) ছবির শুটিং চলছে পুরোদমে, এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটির রসায়ন বড় পর্দায় দেখার জন্য। ছবিটি কবে মুক্তি পাবে, তা এখনও নিশ্চিত নয়, তবে এই ছবির চারপাশে ইতোমধ্যেই প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:

মে মাসে শুরু হচ্ছে ‘পুষ্পা ৩’-এর শুটিং: জানালেন আল্লু অর্জুন!

যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!

Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS

ad

আরও পড়ুন: