ক্লাউড টিভি ডেস্ক : নব্বইয়ের দশকে অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মনোজ কুমার। যার অভিনয়, ব্যক্তিত্ব মন বিনোদন জগতে মন কেড়েছিল। তিনি আজ সাত সকালে চলে গেলেন (Manoj Kumar passes away)। বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া।
বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন ৮৭ বছরের বর্ষীয়ান এই অভিনেতা। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (Manoj Kumar passes away)।
১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদে (বর্তমানে যা পাকিস্তানে) জন্ম নিয়েছিলেন মনোজ কুমার। তার আসল নাম হরিকৃষ্ণ গোস্বামী। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ সিনেমার মাধ্যমে বলিউডে আসেন তিনি। তার কেরিয়ারের সবচেয়ে বড় পরিবর্তন আসে ‘কাচ কি গুড়িয়া’ সিনেমায় অভিনয় করে, ১৯৬১ সালে।
তবে একাধিক দেশাত্মবোধক ছবিতে কাজ করে তিনি বেশি পরিচিত পেয়েছিলেন। সেই সঙ্গে ‘রোমান্টিক হিরো’র তকমাও পেয়েছিলেন তিনি। ‘উহ কৌন থি’ ছবিতে ‘লগ যা গলে’ গানটি আজও সবার মনে ধরে। এই গানের বহু রিমেক হলেও সাদা-কালোর সেই পুরনো স্বাদ দর্শক আজও মনে রেখেছেন।
বলিউড অভিনেতা অরুণোদয় সিং-এর অদ্ভুত বিবাহবিচ্ছেদ, কারণ এক পোষ্য কুকুর!
তাঁর অভিনীত উল্লেখযোগ্য দেশাত্মবোধক সিনেমাগুলোর মধ্যে রয়েছে, ‘শহিদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘পুরব অউর পশ্চিম’ (১৯৭০), ‘রোটি, কাপড়া অউর মাকান’ (১৯৭৪), ‘ক্রান্তি’ (১৯৮১)।
শুধু অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবেও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
হরিয়ালি অউর রাস্তা, কৌন থি, হিমালয় কি গদমে, দো বদন, পাথর কে সনম, নীল কমল, ক্রান্তি—এই ছবি গুলোতে সাফল্য তাকে বলিউডের অন্যতম সফল পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
এর জন্য তাঁকে বহু সম্মানও এনে দিয়েছে। ১৯৯২ সালে পদ্মশ্রী ও ২০১৫ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি।
আজ থেমে গেল তাঁর জীবনের সমস্ত লড়াই (Manoj Kumar passes away)।
ভারতীয় সিনেমা জগতে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন :
ব্যাটম্যান ফরএভার : হলিউড তারকা ভ্যাল কিলমার চলে গেলেন না ফেরার দেশে
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS