Sheikh Hasina Diplomatic Film
ক্লাউড টিভি ডেস্ক : ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন এবার জায়গা করে নিল ভারতীয় সিনেমার পর্দায়। পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুল আলোচিত ছবি ‘রক্তবীজ ২’ মুক্তির আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোড়ন ছড়িয়েছে দুই বাংলায়।
প্রকাশিত টিজারে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র। এই চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সীমা বিশ্বাস। অন্যদিকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ভূমিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি।
‘রক্তবীজ 2’ (Raktabeej2)-তে তারকা চমক! অঙ্কুশ হাজরা এবার খলনায়কের ভূমিকায়
‘আল্লাহ্ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। চিন্তা করবেন না। আসতেছি আমি।’! বললেন শেখ হাসিনা
দুর্গাপূজার মৌসুমকে সামনে রেখে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘রক্তবীজ ২’। ছবির গল্প আবর্তিত হয়েছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও দ্বন্দ্বকে ঘিরে। ফলে শুরু থেকেই ছবিটি দর্শকদের কাছে ভিন্নমাত্রার কৌতূহল তৈরি করেছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার ও নুসরত জাহান। অভিনেতা অঙ্কুশ হাজরার উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। টিজার প্রকাশের পর সহশিল্পী দেব সামাজিক মাধ্যমে অঙ্কুশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন—“টিজার দেখে খুব ভালো লাগল ভাই, গোটা টিমকে শুভেচ্ছা।”
টিজার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমী ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। শেখ হাসিনার চরিত্রায়ণ নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। তবে সীমা বিশ্বাসের অভিনয়গুণ নিয়ে ইতিমধ্যেই প্রশংসা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই চরিত্র দর্শকদের কাছে আলাদা মাত্রা যোগ করবে।
নন্দিতা-শিবপ্রসাদ জুটির আগের সিনেমাগুলির মতো ‘রক্তবীজ ২’ নিয়েও ব্যবসায়িক সাফল্যের জোরালো আশা প্রকাশ করছেন প্রযোজকরা।
ভারত ও বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা নিঃসন্দেহে আলোচনার ঝড় তুলবে। রাজনৈতিক উপাদান, শক্তিশালী অভিনয় আর পরিচিত নির্মাতা জুটির হাতে তৈরি হওয়ায় দর্শকদের প্রত্যাশা এখন আকাশচুম্বী।
আরও পড়ুন :
স্ত্রীর নারীত্ব প্রমাণে মরীয়া ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, হলেন আদালতের দ্বারস্থ
কফি খেতে পছন্দ করেন ? আপনার এক মাসের বেতনে হবে কি এক কাপ কফি ?