Breaking News

SanjayDutt KDTheDevil

বলিউডে আবেগের অভাব, টালিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে মিলছে ভালোবাসা—বাংলা সিনেমার দিকে ঝুঁকছেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত মনে করছেন বলিউডে হারিয়ে যাচ্ছে সিনেমার প্রাণ—আবেগ। দক্ষিণী ও বাংলা সিনেমায় খুঁজে পাচ্ছেন সেই আন্তরিকতা, যা তাঁকে এই ইন্ডাস্ট্রিগুলোর প্রতি আকৃষ্ট করছে। বাংলা সিনেমায় কাজের ইচ্ছাও প্রকাশ করলেন এই বর্ষীয়ান তারকা।

SanjayDutt KDTheDevil Talks About Industry Trends %%page%% %%sep%% %%sitename%%

SanjayDutt KDTheDevil

ক্লাউড টিভি ডেস্ক: বলিউডের অন্যতম অভিজ্ঞ এবং জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত আবারও শিরোনামে। তবে এইবার সিনেমার চরিত্র নয়, বরং সিনেমার আবহ ও শিল্পকলার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি নিয়েই চর্চায় উঠে এসেছেন। কন্নড় অ্যাকশন ছবি ‘কেডি-দ্য ডেভিল’-এর ট্রেলার (SanjayDutt KDTheDevil ) মুক্তির অনুষ্ঠানে এসে তিনি যা বললেন, তাতে স্পষ্ট—বলিউড নয়, বরং দক্ষিণী ও বাংলা সিনেমার দিকেই এখন তাঁর বেশি টান।

এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় দত্ত বলেন,

বলিউডে এখন সেই ‘প্যাশন’ বা আবেগটা নেই, যেটা আগে ছিল। আমি সেটা পাচ্ছি দক্ষিণের সিনেমাগুলোতে। এমনকি টালিউডের তেলেগু সিনেমাতেও আছে।

তিনি আরও বলেন, সিনেমা তৈরির মূল চালিকাশক্তিই আবেগ, আর সেই আবেগের খোঁজেই তিনি এখন দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকে ঝুঁকছেন। তাঁর মতে, এখনকার হিন্দি ছবিগুলিতে সেই আন্তরিকতা ও ভালোবাসার অভাব রয়েছে, যা আগে শিল্পীদের কাজে এবং পরিবেশনায় অনুভূত হতো।

যে সিনেমায় অভিনয় করতে একটি টাকাও নেননি অমিতাভ

“‘বলিউড শেষ হয়ে যাচ্ছে’ বিতর্কে হানসাল মেহেতার প্রতিক্রিয়া: ‘তারকার নয়, বিনিয়োগ করুন অভিনেতাদের ওপর’”

সঞ্জয় দত্ত বর্তমানে কাজ করছেন তেলেগু ছবিতে—‘দ্য রাজা সাব’। সেখানে তিনি দক্ষিণী সুপারস্টার প্রভাস-এর সঙ্গে কাজ করছেন। তিনি বলেন,

“প্রভাস আমাকে তেলেগু শেখায়, মাঝে মাঝে আমাকে গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে। ও একজন দারুণ মানুষ ও দুর্দান্ত অভিনেতা।”

এছাড়াও তিনি তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী সম্পর্কে বলেন,

“আমি চিরঞ্জীবী স্যারের বিশাল ভক্ত। ওঁর সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে আমার। ঈশ্বর ওঁর মঙ্গল করুন।”

এত বছর বলিউডে কাজ করার পরেও দক্ষিণী সিনেমার প্রতি সঞ্জয়ের এই ভালোবাসা ও আকর্ষণ রীতিমতো চমকে দিয়েছে অনেককে। পাশাপাশি বাংলা সিনেমার আবেগ এবং আন্তরিকতার কথাও তুলে ধরে তিনি টালিউডের প্রতি তাঁর আগ্রহের কথা জানান, যা ইঙ্গিত দেয় তিনি ভবিষ্যতে বাংলা ছবিতে কাজ করতে পারেন।

তাঁর আসন্ন সিনেমাগুলির তালিকাও বেশ আকর্ষণীয়—

  • তেলেগু: অখণ্ড ২, দ্য রাজা সাব

  • হিন্দি: ধুরন্ধর, বাপ

  • পাঞ্জাবি: শেরান দি কৌম পাঞ্জাবি

  • কন্নড়: কেডি-দ্য ডেভিল (মুক্তি: ১০ জুলাই ২০২৬)

এর মধ্যে ‘কেডি-দ্য ডেভিল’ ছবিতে তাঁকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক চরিত্রে। ট্রেলারে তাঁর সংলাপ, স্টাইল ও উপস্থিতি দর্শকদের আগাম উত্তেজনায় ভরিয়ে দিয়েছে।

বর্তমানে বলিউড যখন একাধিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সঞ্জয় দত্তের মতো তারকার এ ধরনের মন্তব্য হয়তো আত্মসমীক্ষার প্রয়োজনীয় বার্তা দিতে পারে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে।

আরও পড়ুন :

আমেদাবাদ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা : তদন্তে ‘পাইলট সুইসাইড’ তত্ত্বের ইঙ্গিত, চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

কানাডা তোমার খেলার মাঠ নয়: কপিল শর্মাকে হুমকি দিল ‘সিখস ফর জাস্টিস’

ad

আরও পড়ুন: