rishi kapoor and karishma kapoor movie
ক্লাউড টিভি ডেস্ক: করিশ্মা কাপুর—কাপুর পরিবারের প্রথম কন্যা, যিনি ভাঙেন বহু দশকের পুরনো প্রথা। যে পরিবারে মেয়েদের সিনেমায় আসার নিয়ম ছিল না, সেই পরিবারেই করিশ্মা শুরু করেছিলেন তাঁর রূপোলি পর্দার যাত্রা।
অনেকেই জানেন না, রাজ কাপুর প্রযোজিত এবং করিশ্মার বাবা রণধীর কাপুর পরিচালিত ‘হেন্না’ ছবি দিয়েই প্রথম বলিউডে ডেবিউ করার পরিকল্পনা ছিল করিশ্মার। গল্প এগিয়েও ছিল, কথাও হয়েছিল, কিন্তু বাধা হয়ে দাঁড়ান করিশ্মার আপন কাকা ঋষি কাপুর (rishi kapoor and karishma kapoor movie)। তাঁর মতে, কাকা-ভাইঝির রোমান্স দেখলে সমাজে ভুল বার্তা যাবে। করিশ্মার ভবিষ্যতের দিকেও ইঙ্গিত করে বলেন, এভাবে শুরুটা ওর জন্য ভাল হবে না। পরিবারের মান-ইজ্জতও প্রশ্নের মুখে পড়বে। তাই শেষমেশ সেই পারিবারিক প্রজেক্ট থেকে করিশ্মাকে বাদ দেওয়া হয়।
কিন্তু এখানেই থেমে থাকেননি করিশ্মা। মা ববিতার আগলে রাখা আত্মবিশ্বাস আর জেদের জোরেই তিনি বলিউডে পা রাখেন ‘প্রেম কয়েদি’ ছবির মধ্যে দিয়ে (rishi kapoor and karishma kapoor movie)। আর সেখানেই ঘটে আরেকটা ‘অভিনব’ কাণ্ড—কাপুর পরিবারের কোনও মেয়ে সুইমস্যুট পরে পর্দায়! তখনকার সমাজে এই সাহসী পদক্ষেপ নিয়ে কম বিতর্ক হয়নি। শোনা যায়, ঋষি কাপুর তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন।
রাজ কাপুর বলেছিলেন “এই আমার গঙ্গা”; মন্দাকিনী নয়, কে ছিলেন রাজ কাপুরের প্রথম পছন্দ
বঙ্গজয়ে বিজেপির ভরসা সেই হিন্দুত্ব-মমতা বিরোধিতায়, ২৬ এ চিড়ে ভিজবে?
তবুও থেমে যাননি করিশ্মা। পরবর্তীকালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেম কয়েদি দেখে যখন মানুষ হল থেকে বেরিয়েছিল, কারও মনে ছিল না আমি সুইমস্যুট পরেছিলাম। সবাই আমার অভিনয় নিয়ে কথা বলছিল। কে কী বলল, তাতে কী আসে যায়? আমার মা-বাবার সমস্যা ছিল না। শাড়ি পরে কি কেউ পুলে ঝাঁপ দেয়?”
সত্যিই তো! সাহসী সিদ্ধান্ত আর নিজের স্বপ্নের প্রতি দায়বদ্ধতা, এই দুটি জিনিসই করিশ্মাকে তৈরি করেছে অন্যরকম অভিনেত্রী হিসেবে। ক্যারিয়ারে অনেক বাধা এসেছে, চ্যালেঞ্জ এসেছে, কিন্তু কখনও পিছু হঠেননি তিনি। একটার পর একটা হিট ছবি, জাতীয় পুরস্কার, ফ্যাশন আইকন হয়ে ওঠা—সবই তিনি অর্জন করেছেন নিজের চেষ্টায়।
সদ্য করিশ্মা এসেছিলেন কলকাতায়। সেখানেই তিনি বলেন, “কলকাতার জন্য আমার ‘দিল তো পাগল হ্যায়’। এই শহর, এখানকার মানুষ, সবসময় আপন করে নিয়েছে আমাকে।” বয়স ৫০ পেরিয়ে গেলেও করিশ্মা এখনও কাজ করে চলেছেন চুটিয়ে। ওয়েব সিরিজ থেকে বিজ্ঞাপন, নানা ধরনের প্রজেক্টে ব্যস্ত তিনি। আজও তাঁর আত্মবিশ্বাস, লুক, স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ে তরুণ প্রজন্মেরও।
বলিউডে যাঁরা প্রথা ভাঙার সাহস করেন, তাঁদের মধ্যে করিশ্মা কাপুর নিঃসন্দেহে অন্যতম। তিনি প্রমাণ করেছেন—মেয়ে হওয়া বাধা নয়, নিজের স্বপ্নকে বাস্তব করতে সাহস আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।
#KarishmaKapoor #PremQaidi #KapoorFamily #BollywoodDebut #Henna #BreakingNorms #KarishmaInKolkata #DTPH #IndianCinema #Babitaji #WomenInCinema #CloudTVEntertainmen
আরও পড়ুন :
ফাওয়াদ খানের প্রত্যাবর্তনে বিতর্কের ঝড়, ‘আবির গুলাল’ মুক্তি কি আটকে যাবে?
পেহেলগামের ঘটনায় স্তব্ধ দেশ, বলিউড তারকাদের তীব্র প্রতিক্রিয়া