Breaking News

Coolie Rajinikanth BoxOffice

৭০০ কোটির পথে রজনীকান্তের ‘কুলি’!

মুক্তির ছয়দিনেই ৭০০ কোটির দ্বারপ্রান্তে রজনীকান্ত অভিনীত ‘কুলি’। দর্শকপ্রিয়তায় রেকর্ড গড়ে এগিয়ে যাচ্ছে সিনেমাটি।

Coolie Rajinikanth BoxOffice Success Story %%page%% %%sep%% %%sitename%%

Coolie Rajinikanth BoxOffice

ক্লাউড টিভি ডেস্ক : বলিউডে রেকর্ড ভাঙা-গড়ার খেলা শুরু করেছে লোকেশ কনাগারাজ পরিচালিত রজনীকান্ত অভিনীত ‘কুলি’। মুক্তির মাত্র ছয়দিনেই সিনেমাটি ৭০০ কোটির ক্লাবে ঢোকার দ্বারপ্রান্তে। দর্শকপ্রিয়তার ঝড়ে ‘কুলি’ এখন শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে আলোচনার (Coolie Rajinikanth BoxOffice) কেন্দ্রে।

‘কুলি’ ও ‘ওয়ার ২’ একসঙ্গে মুক্তি পেয়েছিল ১৪ আগস্ট। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি অভিনীত ‘ওয়ার ২’-এর বিপরীতে রজনীকান্তের ‘কুলি’ বক্স অফিসে বাজিমাত করেছে।
ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি।

মুক্তির আগেই বাজিমাত রজনীকান্তের ‘কুলি’, বক্স অফিসে রেকর্ড অগ্রিম বিক্রি

বাস্তব কুলির জীবন থেকে রূপালি পর্দায় রজনীকান্তের আবেগঘন ‘কুলি’ যাত্রা

  • শুধু ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম ছয়দিনে আয় করেছে ২০৭.৯ কোটি টাকা

  • বিশ্বব্যাপী মাত্র পাঁচদিনে আয় দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা

  • এছাড়া, অ্যামাজন প্রাইমে ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ১২০ কোটি টাকায়

সব মিলিয়ে ‘কুলি’র মোট আয় এখন পর্যন্ত দাঁড়িয়েছে ৬৭৭ কোটি টাকা
তবে শুধু প্রেক্ষাগৃহের আয়ের হিসাবে সিনেমাটির আয় ৫৫৭ কোটি টাকা

থ্রিল আর রহস্যের আবহে তৈরি এই সিনেমায় রজনীকান্তের সঙ্গে আছেন আরও এক ঝাঁক তারকা—

  • আমির খান

  • নাগার্জুন

  • উপেন্দ্র

  • শ্রুতি হাসান

  • সত্যরাজ

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছেন পূজা হেগড়ে

ছয়দিনে ৬৭৭ কোটির আয় প্রমাণ করে, রজনীকান্তের জনপ্রিয়তা এখনও অক্ষুণ্ণ। ‘কুলি’ যে খুব শিগগিরই ৭০০ কোটির ক্লাবে ঢুকবে, তা নিশ্চিতভাবেই বলা যায়। এখন দেখার বিষয়, সিনেমাটি কোথায় গিয়ে থামবে— ১০০০ কোটি কি ছুঁতে পারবে?

আরও পড়ুন :

ক্যানসারের অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা কক্কর

Miss Universe India 2025 : মনিকা বিশ্বকর্মা রাজস্থানের শ্রী গঙ্গানগরের সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি জিতলেন শিরোপা

ad

আরও পড়ুন: