Dadasaheb Phalke Biopic
মুম্বাই, ১৫ মে ২০২৫: বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি আমির খান ও রাজকুমার হিরানি আবার একসঙ্গে কাজ করতে চলেছেন । দীর্ঘ এক দশক পর এই দুই তারকা নতুন একটি প্রকল্পে হাত মিলিয়েছেন, যা দাদাসাহেব ফালকের জীবনীভিত্তিক বায়োপিক (Dadasaheb Phalke Biopic) হতে চলেছে।
রাজকুমার হিরানি বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এই ছবির মুক্তির পর তিনি আমির খানের বায়োপিকের চিত্রনাট্য ও প্রি-প্রোডাকশন কাজ শুরু করবেন। সূত্র জানিয়েছে, “এই প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে উভয় পক্ষই এই প্রজেক্ট নিয়ে অত্যন্ত আগ্রহী।”
বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !
শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রায় সুনামি নেটপাড়ায়!
আমির খান ও রাজকুমার হিরানির আগের দুটি ছবি ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছিল। এই জুটির পরবর্তী কাজ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের শেষ নেই।
দাদাসাহেব ফালকেকে ‘ভারতীয় চলচ্চিত্র শিল্পের জনক’ হিসেবে বিবেচনা করা হয়। তিনি ১৯১৩ সালে ‘রাজা হরিশচন্দ্র’ চলচ্চিত্র নির্মাণ করেন, যা ভারতীয় চলচ্চিত্রের সূচনা হিসেবে গণ্য হয়। ফালকের জীবন ও কাজ নিয়ে এই বায়োপিকটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসকে নতুন করে তুলে ধরবে।
#BreakingNews… AAMIR KHAN – RAJKUMAR HIRANI REUNITE FOR BIOPIC ON DADASAHEB PHALKE… #AamirKhan and director #RajkumarHirani are joining forces once again, this time for a biopic on #DadasahebPhalke, the father of #Indian cinema.
Set against the backdrop of #India‘s… pic.twitter.com/RzSATeOCYo
— taran adarsh (@taran_adarsh) May 15, 2025
এই প্রকল্পটি নিয়ে আমির খান বলেন, “দাদাসাহেব ফালকের জীবন ও কাজ নিয়ে কাজ করতে পারা আমার জন্য সম্মানের বিষয়।” রাজকুমার হিরানি জানান, “ফালকের জীবন ও কাজ নিয়ে একটি ছবি নির্মাণের পরিকল্পনা অনেক দিন ধরেই ছিল। এবার তা বাস্তবায়িত হতে চলেছে।”
দর্শকদের মধ্যে এই বায়োপিক নিয়ে আগ্রহের শেষ নেই। ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’র মতো ছবির পর এই নতুন প্রকল্পটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে। প্রকল্পটির চিত্রনাট্য, কাস্টিং ও অন্যান্য বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।
#AamirKhan #RajkumarHirani #DadasahebPhalkeBiopic #BollywoodReunion #IndianCinema #AamirRajkumar #Dunki #LaalSinghChaddha #3Idiots #PK
আরও পড়ুন :
গাজা ইস্যুতে নীরবতা নিয়ে কানে বিতর্ক, চলচ্চিত্র জগতের ক্ষোভে উত্তাল ফ্রান্সের রিভিয়েরা