Detective Charulata : Klikk OTT প্ল্যাটফর্মের আগামী সিরিজ এবার এক দুর্ধর্ষ ডিটেক্টিভ থ্রিলার!

চারুর বিশ্বাস, একদিন ফেলুদা বা শার্লকের মতো তারও নামডাক যশ প্রতিপত্তি হবে। সেই সুযোগটা আসে ম্যাডির হাত ধরে—চারুর নতুন অ্যাসিস্ট্যান্ট।