DevSubhashree Dhumketu
ক্লাউড টিভি ডেস্ক : টলিউডের সবচেয়ে চর্চিত অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটিগুলোর মধ্যে অন্যতম ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। বাস্তব জীবনে প্রেম ভেঙে গেলেও, পর্দায় তাদের রসায়ন আজও দর্শকদের মনে গেঁথে আছে। দীর্ঘ ৯ বছরের বিরতির পর সেই জুটিকে (DevSubhashree Dhumketu) আবারও একসঙ্গে দেখতে চলেছে বাংলার সিনেপ্রেমীরা। আসছে ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’, যেখানে একসঙ্গে ফিরছেন দেব-শুভশ্রী।
২০১০-এর দশকের গোড়ায় একসঙ্গে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দেব ও শুভশ্রী— ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-র মতো ছবিতে এই জুটির রসায়ন মুগ্ধ করেছে বাংলা সিনেমার দর্শকদের। পরবর্তীতে ব্যক্তিগত সম্পর্কে বিচ্ছেদ হলে দুইজনের মধ্যে পেশাগত দূরত্বও তৈরি হয়। দু’জনেই আলাদা পথে পা বাড়ালেও, তাদের অনস্ক্রিন জুটি নিয়ে দর্শকদের আগ্রহ কখনও কমেনি।
দেব সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান,
“আমি ওরকম জায়গায় যেতাম না, যেখানে জানতাম শুভশ্রী থাকবে। হয়তো মুখোমুখি হওয়ার ভয়, কিংবা পুরনো স্মৃতির ভার—সব মিলিয়ে অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু আজ যখন আবার একসঙ্গে ফিরছি, চাই দর্শকেরা আমাদের আগের থেকেও বেশি ভালোবাসুন।”
তিনি আরও বলেন,
“এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রীকে। অনস্ক্রিন জুটি হিসেবে আমরা যে ছাপ ফেলেছি, তা কেউ মুছতে পারবে না।”
অন্যদিকে শুভশ্রীও ইনস্টাগ্রামে সিনেমার পোস্টার শেয়ার করে লেখেন, “আমরা ফিরছি, আবার। আপনারা তৈরি তো?”
‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। সেখানে এক ঝলকেই ধরা দিয়েছে পুরনো সেই দেব-শুভশ্রী ম্যাজিক। সিনেমাটি পরিচালনা করছেন প্রভাস চট্টোপাধ্যায়, এবং এটি সামাজিক বার্তা বহনকারী একটি কমার্শিয়াল ড্রামা।
বাংলা সিনেমায় যেখানে পুরনো জনপ্রিয় জুটি আবার একত্রিত হওয়া এখন বিরল ঘটনা, সেখানে দেব-শুভশ্রীর এই রিইউনিয়ন একদিকে যেমন রোমাঞ্চ তৈরি করছে, অন্যদিকে আবেগেও ভাসাচ্ছে বহু পুরনো দর্শক-ভক্তদের।
আরও পড়ুন :
২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র লাস ভেগাসে, ডিসেম্বরের শুরুতেই অনুষ্ঠানের সম্ভাবনা
নবী মুম্বাইয়ে দশম শ্রেণীর ছাত্রকে ইনস্টাগ্রামে অর্ধনগ্ন অবস্থায় ভিডিও কল: শিক্ষিকা গ্রেফতার