‘জন্মে আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব না’: দেবের খোলামেলা স্বীকারোক্তি

‘ধূমকেতু’ সিনেমায় দীর্ঘ ৯ বছর পর পর্দায় ফিরছেন টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। দেব বলেন, “এই জন্মে শুভশ্রীকে আমার নাম থেকে সরাতে পারব না”—পুরনো রসায়নে ফিরছে অনস্ক্রিন ম্যাজিক।