DidiNumberOne
ক্লাউড টিভি ডেস্ক : কলকাতার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (DidiNumberOne) নিয়ে সম্প্রতি জল্পনা উঠেছে—শোটি কি বন্ধ হতে চলেছে? এই গুজবের জবাব দিলেন শো-এর দীর্ঘদিনের সঞ্চালিকা এবং বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা ব্যানার্জি।
টিভিনাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রচনা বলেন, সংসদে যাওয়া সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির পরিস্থিতির ওপর। “যারা পূর্ণকালীন রাজনীতিবিদ, তাদের অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন প্রতিদিন উপস্থিত থাকা উচিত, যদি না শারীরিক বা পারিবারিক কোনও জরুরি কারণ থাকে,” বলেন তিনি। তবে যারা রাজনীতির পাশাপাশি অন্যান্য পেশায় যুক্ত, তাদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা হতে পারে।
স্টার জলসার পর্দায় ‘দাদা’র কামব্যাক! ১২৫ কোটির চুক্তিতে সৌরভ গঙ্গোপাধ্যায় হোস্ট করবেন দু’টি শো
কৌন বনেগা ক্রোড়পতি ছাড়ছেন অমিতাভ বচ্চন? পরবর্তী সিজনে সঞ্চালক হিসেবে কার নাম উঠে আসছে!
নিজের উদাহরণ দিয়ে রচনা বলেন, “‘দিদি নাম্বার ওয়ান’-এর মতো প্রতিদিন সম্প্রচারিত একটি জনপ্রিয় শো আমাকে সঞ্চালনা করতে হয়। পাশাপাশি আমার নিজস্ব ব্যবসাও রয়েছে এবং রাজনীতির দায়িত্বও পালন করতে হয়। তাই সব দিক সামলাতে হয়।”
শোটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, “এমন একটা শো যদি বন্ধ হয়ে যায়, তাহলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে। আমি সেটা হতে দেব না।”
উল্লেখ্য, ‘দিদি নাম্বার ওয়ান’ ২০১০ সালে সম্প্রচার শুরু হয় এবং দ্রুতই জি বাংলার অন্যতম সেরা রিয়েলিটি শোতে পরিণত হয়। এই শো মূলত নারীদের জীবনের গল্প, প্রতিভা ও সংগ্রামের কথা তুলে ধরে। দীর্ঘ ১৪ বছর ধরে দর্শকের ভালোবাসায় শোটি টিকে আছে।
আরও পড়ুন :
জনসংখ্যা সংকটে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সদস্য সংখ্যা ৬ বছরে ২০% কমেছে
তুলনামূলক কম উচ্চতার পর্বতশৃঙ্গের জন্য আরোহন ফি পুরোপুরি মকুব করল নেপাল