Rajinikanth CoolieMovie
ক্লাউড টিভি ডেস্ক | চেন্নাই: দক্ষিণ ভারতের সুপারস্টার রজনীকান্ত আবার প্রমাণ করলেন, তিনি শুধু অভিনেতাই নন—একজন জীবন্ত কিংবদন্তি। বাস্তব জীবনে একসময় কুলি হিসেবে কাজ করেছেন রজনীকান্ত। আর এবার সেই চরিত্রেই তাঁকে দেখা যাবে রুপালি পর্দায়, লোকেশ কঙ্গরাজ পরিচালিত নতুন সিনেমা ‘কুলি’-তে (Rajinikanth CoolieMovie)।
গত শনিবার মুক্তি পেয়েছে ‘কুলি’ সিনেমার ট্রেলার। আর ট্রেলার প্রকাশের সঙ্গেই শুরু হয়েছে চরম উত্তেজনা। কারণ এটি শুধুমাত্র একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং রজনীকান্তের জীবনের সঙ্গে অদ্ভুত মিল রেখেই গড়ে উঠেছে গল্পের বুনোট।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরোনো দিনের করুণ স্মৃতি শোনালেন রজনীকান্ত। বলেন,
“আমি সত্যিই কুলি ছিলাম। বাস কন্ডাক্টর, লোডার, কুলি—জীবনের শুরুতে নানা রকম কাজ করতে হয়েছে। বহুবার অপমানিত হয়েছি।”
একটি বিশেষ ঘটনার কথা বলতে গিয়ে তিনি আবেগে ভেঙে পড়েন।
“একদিন একজন ভদ্রলোক আমাকে দুই রুপি দিয়ে বলল লাগেজ টেম্পোতে তুলতে। কণ্ঠটা চেনা লাগছিল। পরে বুঝলাম, সে আমার কলেজের বন্ধু। আমি এক সময় ওকে নিয়ে মজা করতাম। সেদিন জীবনে প্রথমবার কেঁদেছিলাম।”
রজনীকান্ত বলেন, এই সিনেমার গল্প তাঁর নিজের অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই গল্প শোনার পর তিনি নিজেই এগিয়ে আসেন ছবিতে অভিনয় করতে।
“লোকেশ কঙ্গরাজের ‘কাইথি’ দেখেই বুঝেছিলাম, এই ছেলেটা অনেক দূর যাবে। নিজে থেকেই ওকে ফোন করে বললাম—আমার জন্য কোনো গল্প আছে কি?”
https://cloudtv.news/sports/nitish-kumar-reddy-said-his-fighting-spirit-came-from-his-father/
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শুধু আবেগ নয়, ছিল প্রচুর হাসি-মজাও।
নাগার্জুনার প্রসঙ্গে বলেন,
“ও এখনো আগের মতোই আছে। ওর চুল এখনো ঘন কালো! জিজ্ঞেস করলাম কীভাবে সম্ভব? বলল—ব্যায়াম। আর আমি? আমার সব উধাও!”
নিজের বয়স নিয়েও মজা করে বলেন,
“স্যান্ডি বলল—প্রথম গানেই একেবারে উড়িয়ে দিন! আমি বললাম, ভাই আমি তো ১৯৫০ সালের মডেল! বহুবার আপগ্রেড হয়েছি, এখন একটু সাবধানে চালাও!”
‘কুলি’ সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে দেশজুড়ে। ছবিটি শুধু অ্যাকশনপ্রেমী দর্শকদের জন্য নয়, যারা জীবনের সংগ্রাম থেকে উঠে আসা রজনীকান্তের মতো আইকনদের ভালোবাসেন—তাদের জন্য এটি এক অনুপ্রেরণার উৎস।
আরও পড়ুন :
দেবের ‘প্রাক্তন’ শুভশ্রী, কিন্তু এখন আমার স্ত্রী, প্রত্যেকেরই অতীত আছে: রাজ
সিএবি প্রেসিডেন্ট পদে আবারও লড়াইয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশ্ন উঠছে এবারও সরে যাবেন কি?