বাস্তব কুলির জীবন থেকে রূপালি পর্দায় রজনীকান্তের আবেগঘন ‘কুলি’ যাত্রা

একসময় কুলি ছিলেন রজনীকান্ত। আজ তিনিই পর্দায় ‘কুলি’ হয়ে ফিরছেন। লোকেশ কঙ্গরাজের নতুন সিনেমায় নিজের অতীতকে ফিরে দেখলেন রজনী, আবেগে চোখ ভিজল ৭৪ বছর বয়সী এই সুপারস্টারের।