SalmanMarriageRumour
ক্লাউড টিভি ডেস্ক: সলমান খান মানেই বলিউডের চিরকুমার এক রহস্যময় অধ্যায়। প্রেম এসেছে, সম্পর্ক গড়েছে, ভেঙেছেও— কিন্তু বিয়েটা আর হয়নি। এবার ৫৯ বছর বয়সে এসে ‘ভাইজান’ নিজেই ইঙ্গিত দিলেন, হয়তো তিনি বিয়ের জন্য প্রস্তুত (SalmanMarriageRumour)। এবং সেই ইঙ্গিত এসেছে সরাসরি সামাজিক মাধ্যমে, এক আবেগঘন বার্তার মধ্য দিয়ে।
৯ জুলাই ছিল সলমানের ভগ্নিপতি তথা পরিচালক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সালমান খান একটি ছবি শেয়ার করেন— যেখানে বোন অলভিরার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছেন অতুল। ক্যাপশনে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করে সালমান লেখেন,
“শুভ জন্মদিন, অতুল। তুমি আমার বোনকে ভালো রেখেছো, তার জন্য ধন্যবাদ। তুমি সেরা স্বামী, সেরা বাবা। আমিও একদিন তোমার মতোই একজন যথার্থ পুরুষ হবো।”
এই শেষ লাইনের মধ্যেই যেন বিয়ের সুর। ভাইজানের ভক্তদের কাছে এটি যেন দীর্ঘ প্রতীক্ষার প্রথম ‘আনুষ্ঠানিক ঘোষণা’।
এবার রাস্তায় নামছেন ইমরান খানের দুই ছেলে, আন্দোলনে নামছে গোটা পরিবার
জেল থেকেই নেতৃত্ব! ইমরান খান হলেন পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’
সলমান খানের এই একটিমাত্র বাক্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বলিউডের অন্দরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হতে চলেছেন সেই সৌভাগ্যবতী? তবে কি পুরনো প্রেম আবার জাগবে? না কি নতুন মুখের সঙ্গে চুপিসারে কিছু চলছে?
বিভিন্ন পেজ ও ফ্যান গ্রুপে শুরু হয়েছে ‘পাত্রী তালিকা’ তৈরি— ক্যাটরিনা কাইফ, রোমানিয়ান মডেল ইউলিয়া ভানতুর থেকে শুরু করে ছোটপর্দার একাধিক অভিনেত্রীর নাম ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যদিও সলমান এ বিষয়ে কোনো নাম প্রকাশ করেননি বা সম্পর্কের ব্যাপারে এখনও নির্দিষ্ট কিছু বলেননি।
মাসখানেক আগেও বলেছিলেন ভিন্ন কথা:
এই ঘোষণা চমকপ্রদ, কারণ ঠিক এক মাস আগে কপিল শর্মার কমেডি শো-তে উপস্থিত হয়ে সালমান খান বলেছিলেন,
“এখন তো সামান্য কারণে বিয়ে ভেঙে যায়। বিয়ে করব, আবার ডিভোর্স হলে মোটা টাকা ক্ষতিপূরণও দিতে হবে। এত ঝক্কি আমার পক্ষে সম্ভব নয়!”
এমন স্পষ্ট ঘোষণার পর আবার হঠাৎ এই বদলানো মনোভাবের কারণ কী? অনেকে বলছেন, বয়স, পরিবার ও একাকিত্ব হয়তো সলমানকে নতুন করে ভাবাচ্ছে। হয়তো কাছের মানুষদের সুখী সংসার দেখে তাঁরও মনে হয়েছে— সময় এসেছে নিজের জীবনেও স্থায়ী একটি সম্পর্ক গড়ার।
সলমানের প্রেমঘটিত ইতিহাস বহুবার শিরোনামে থেকেছে— ঐশ্বর্যা রাই, ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানি, সোমি আলি থেকে শুরু করে ইউলিয়া ভানতুর পর্যন্ত। তবে প্রতিটি সম্পর্কই শেষ পর্যন্ত পরিণয়ে রূপ নেয়নি। এ কারণে বলিউডে তিনি দীর্ঘদিন ধরে “সবচেয়ে যোগ্য ব্যাচেলর” হিসেবেই পরিচিত।
সলমানের মা সলমা খান ও ভাই সোহেল, আরবাজরা আগেও প্রকাশ্যে বলেছেন, তাঁরা চান সলমান যেন সংসার পাতান। তবে ভাইজানের সিদ্ধান্তের ওপর কারও হস্তক্ষেপ থাকে না বলেও জানিয়েছেন।
আরও পড়ুন :
ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন? নেতানিয়াহুর মনোনয়ন ঘিরে বিতর্ক ও বাস্তবতা
জুলাই গণহত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরু, আইজিপি মামুন রাজসাক্ষী