Breaking News

EkenBabu SocialMediaSuspension

একেন বাবুর ফেসবুক প্রোফাইল সাময়িকভাবে সাসপেন্ড, উদ্বেগ প্রকাশ অনুরাগীদের মধ্যে

প্রোফাইল রিকভারির চেষ্টা চলছে, অনুরাগীদের অনুরোধ করেছেন #AnirbanChakrabarti ব্যবহার করতে

EkenBabu SocialMediaSuspension Explained in Detail %%page%% %%sep%% %%sitename%%

EkenBabu SocialMediaSuspension

ক্লাউড টিভি এন্টারটেইনমেন্ট :   জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল হঠাৎ করে সাসপেন্ড হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। জানা গেছে, গত শুক্রবার (৭ জুন) থেকে তাঁর অ্যাকাউন্টটি আর সক্রিয় নয়। প্রাথমিক অনুমান, সম্ভবত ‘ম্যাস রিপোর্টিং’-এর জেরে এই সাসপেনশন।

অথচ অভিনেতা অনির্বাণ চক্রবর্তী তাঁর সেই প্রোফাইল ব্যবহার করতেন মূলত নিজের কাজের প্রচার এবং আপডেট জানাতে। সেখানে পোস্ট থাকত মঞ্চনাটকের সময়সূচি, নতুন সিনেমা বা ওয়েব সিরিজের মুক্তির দিনক্ষণ এবং তাঁর অভিনয়জীবনের নানা মুহূর্ত।

এক সময় ছিলেন খামারের কৃষক, এখন তিনি ভারতীয় ক্রিকেটে সুপারস্টার!

Breaking : কোভিড সঙ্কটের পাঁচ বছর পর নতুন ভাইরাস প্রাদুর্ভাবের মুখোমুখি চীন

অনির্বাণ চক্রবর্তী জানান, “আমি তো কেবল নিজের কাজ নিয়েই পোস্ট করতাম। কিছু আপত্তিকর বিষয় কখনও পোস্ট করিনি। হঠাৎ প্রোফাইল সাসপেন্ড হওয়ায় খুবই অস্বস্তিতে পড়েছি। বিশেষত নাটকের শো টাইমিং এবং ফিল্ম রিলিজের খবর শেয়ার করতে পারছি না, এটা খুব সমস্যার।”

তিনি আরও জানান, আপাতত অ্যাকাউন্ট রিকভারি করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং তিনি আশাবাদী, খুব শীঘ্রই প্রোফাইল পুনরুদ্ধার হবে।

এই পরিস্থিতিতে অনির্বাণ অনুরাগীদের অনুরোধ করেছেন, যাঁরা তাঁদের পোস্টে তাঁকে উল্লেখ করতে চান বা তাঁর কাজ প্রচার করতে চান, তাঁরা যেন #AnirbanChakrabarti হ্যাশট্যাগটি ব্যবহার করেন। এতে তাঁর বর্তমান কাজের প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বজায় থাকবে বলে মনে করেন অভিনেতা।

অনির্বাণ চক্রবর্তীর অনুরাগীদের অনেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘‘একজন অভিনেতার কাজকেই যদি এত সহজে থামিয়ে দেওয়া যায়, তাহলে বাক স্বাধীনতা কোথায়?’’ কেউ আবার লিখেছেন, ‘‘তাঁর মতো শিল্পীর প্রোফাইল সাসপেন্ড হলে আমরা বঞ্চিত হই শিল্প সংস্কৃতির সঠিক খবর থেকে।’’

এই ঘটনার পর অনেক সহকর্মী এবং নাট্যজগতের মানুষও পাশে এসে দাঁড়িয়েছেন অনির্বাণের। তাঁরা সোশ্যাল মিডিয়ায় অনির্বাণের পক্ষে সওয়াল করে লিখেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সমর্থন জানাচ্ছেন।

উল্লেখ্য, অনির্বাণ চক্রবর্তী তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা ও চরিত্রাভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত। ‘একেন বাবু’ চরিত্রে তাঁর অনবদ্য পারফরম্যান্স তাঁকে ঘরে ঘরে পরিচিত করে তুলেছে। নাট্য মঞ্চ থেকে শুরু করে ওয়েব সিরিজ—সর্বত্রই তাঁর সরব উপস্থিতি আজকের বাংলা বিনোদন দুনিয়ায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ার মতো গুরুত্বপূর্ণ মাধ্যমের হঠাৎ বিচ্ছেদে অনির্বাণ যেমন হতাশ, তেমনই তাঁর অনুরাগীরাও আশায় বুক বেঁধে আছেন—খুব তাড়াতাড়ি আবারও তাঁকে দেখা যাবে তাঁর পুরনো প্রোফাইলে।

আরও পড়ুন :

নবান্নের মধ্যস্থতায় মোহনবাগান ক্লাবে নির্বাচন পরবর্তী শান্তি! টুটু বসুর জন্য আসছে ‘আলঙ্কারিক’ চেয়ারম্যান পদ

ফ্রিডম ফ্লোটিলা আটক: গ্রেটা থুনবার্গের জাহাজ ইসরায়েলি হস্তক্ষেপে থেমে গেল গাজার পথে

ad

আরও পড়ুন: