মুক্তির আগেই বাজিমাত রজনীকান্তের ‘কুলি’, বক্স অফিসে রেকর্ড অগ্রিম বিক্রি

রজনীকান্তের ‘কুলি’ সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই আন্তর্জাতিক অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই মাল্টিস্টারার ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে, একই দিনে বক্স অফিসে লড়বে হৃতিক–এনটিআরের ‘ওয়ার ২’-এর সঙ্গে।