Breaking News

Abir Gulaal

ফাওয়াদ খানের প্রত্যাবর্তনে বিতর্কের ঝড়, ‘আবির গুলাল’ মুক্তি কি আটকে যাবে?

৮ বছর পর বলিউডে ফিরছেন ফাওয়াদ খান

Abir Gulaal: Fawad Khan's Exciting Comeback %%page%% %%sep%% %%sitename%%

Abir Gulaal

ক্লাউড টিভি ডেস্ক: বলিউডে ৮ বছরের দীর্ঘ বিরতির পর ফের ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। সৌন্দর্য ও অভিনয় দক্ষতার কারণে একসময় যাঁর জনপ্রিয়তা আসমুদ্র হিমাচল পেরিয়ে ছড়িয়ে পড়েছিল ভারতীয় তরুণ-তরুণীদের মনে, সেই ‘হ্যান্ডসাম হিরো’র প্রত্যাবর্তনের খবরে উৎসাহে ভরেছিল নেটমাধ্যম। চলতি মাসের ১ তারিখেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন হিন্দি ছবি ‘আবির গুলাল’ (Abir Gulaal) -এর ঝলক। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন বাণী কাপুর।

কিন্তু এই প্রত্যাবর্তনের খবরে যতটা উৎসব ছিল অনুরাগীদের মধ্যে, ঠিক ততটাই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক ও চলচ্চিত্র মহলের একাংশে। পহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে ক্ষোভ। তারই রেশ গিয়ে পৌঁছেছে ফাওয়াদের বলিউড কামব্যাক (Abir Gulaal) পর্যন্ত।

রাজ ঠাকরের দলের হুঁশিয়ারি:
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) সাফ জানিয়ে দিয়েছে, ফাওয়াদ খানের সিনেমা (Abir Gulaal) যদি মহারাষ্ট্রে মুক্তি পায়, তাহলে তারা ‘দক্ষযজ্ঞ’ বাঁধাবে। আগেও পাক শিল্পীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল এমএনএস, এবারও তার ব্যতিক্রম নয়। তাদের যুক্তি, দেশের মাটিতে যারা রক্তপাত ঘটায়, তাদের কোনও রকমের জায়গা ভারতের বিনোদুনিয়ায় হওয়া উচিত নয়।

ফিল্ম ফেডারেশনের প্রতিক্রিয়া:
পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ফিল্ম ফেডারেশন অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনও। ফেডারেশনের সভাপতি অশোক পণ্ডিত জানিয়েছেন, “পাকিস্তানের জঙ্গিরা যেভাবে ভারতের মানুষের উপর হামলা চালাচ্ছে, তাতে শিল্পীর ছদ্মাবরণে ওদের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে।”

তিনি বলেন, “কেউ যদি ভাবেন, আমার বাড়ির লোকের কিছু না হলে কিছু যায় আসে না, তাহলে ভুল করছেন। বাণী কাপুরের পরিবারের কাউকে যদি গুলি করে খুন করা হত, তাহলেও কি উনি ফাওয়াদের সঙ্গে কাজ করতেন?”

নেটদুনিয়ার প্রতিক্রিয়া:
নেটমাধ্যমেও ক্ষোভ তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যবহারকারী স্পষ্টভাবে জানিয়েছেন, “বিশ্বাসঘাতকদের সঙ্গে কাজ করলে আগুন জ্বলবেই।” ফাওয়াদের সিনেমা বয়কটের ডাকও উঠেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, “দেশপ্রেম কি শুধুই শব্দে সীমাবদ্ধ? যারা দেশের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সঙ্গে কাজ করা মানে সেই আঘাতকে স্বীকৃতি দেওয়া।”

ভারত-পাকিস্তান সম্পর্কের ছায়া বলিউডে:
এই প্রথমবার নয়, পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ নিয়ে বিতর্ক বহুবার হয়েছে। উরি হামলার পরেও ফাওয়াদ খান, মাহিরা খান সহ অনেক পাক তারকার ভারতীয় ফিল্মে কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর দীর্ঘ ৮ বছর পর ‘আবির গুলাল’ (Abir Gulaal)-এর মাধ্যমে বলিউডে ফিরতে চলেছেন ফাওয়াদ, কিন্তু আবারও জঙ্গিহানার ঘটনার জেরে তাঁর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

শাহরুখ কন্যা সুহানার মা হচ্ছেন দীপিকা

Jeet:”বাংলায় কাজ করাটাই আমার জন্য বেশি চ্যালেঞ্জিং।”এ কথা কেনো বললেন সুপারস্টার জিৎ?

ক্রিকেটও বাদ নয়:
শুধু সিনেমা নয়, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়েও ক্ষোভ ঝাড়লেন অশোক পণ্ডিত। তাঁর কথায়, “ওরা বন্দুকের গুলিতে আমাদের মানুষ মারছে, আর আমরা ওদের সঙ্গে ব্যাট-বল খেলছি! এটা কি ঠিক?”

প্রেক্ষাগৃহে ‘আবির গুলাল’-এর ভবিষ্যৎ:
এত সব বিতর্কের মধ্যে ‘আবির গুলাল’ (Abir Gulaal) সিনেমা আদৌ কি মুক্তি পাবে? নাকি মুক্তির আগেই থমকে যাবে? এই মুহূর্তে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি ও দর্শক মহলে। যদিও নির্মাতারা এখনও ছবি মুক্তি নিয়ে মুখ খোলেননি, তবে পরিস্থিতি বিচার করে অনেকেই মনে করছেন, এই বিতর্ক সিনেমার রিলিজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

শেষ কথা:
বিনোদুনিয়া যেমন শিল্পের জায়গা, তেমনি সেটাও দেশের ভাবনার বাইরে নয়—এই বার্তাই যেন উঠে আসছে সাম্প্রতিক ঘটনায়। ফাওয়াদ খানের সৌন্দর্য ও স্টারডম যতই থাকুক না কেন, সময়টা যে একেবারেই তাঁর অনুকূলে নয়, তা বলাই যায়।

হ্যাশট্যাগস:
#FawadKhan #AbirGulal #BoycottPakArtists #MNSWarning #BollywoodControversy #VaaniKapoor #AshokePandit #PahalgamAttack #BollywoodNews #IndiaFirst

আরও পড়ুন :

চলন্ত বাসে উদ্দাম যৌনতা! মুম্বইয়ের রাস্তায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, উঠছে একাধিক প্রশ্ন

পেহেলগামের ঘটনায় স্তব্ধ দেশ, বলিউড তারকাদের তীব্র প্রতিক্রিয়া

ad

আরও পড়ুন: