Breaking News

ShahRukhKhan Mannat

শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাত এর নাম আগে কি ছিল জানেন ?

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর বর্তমান মূল্য ৩০০ কোটি টাকা, যা তিনি কিনেছিলেন মাত্র ১৩.২৩ কোটিতে। কেনার সময় অর্থকষ্টে পড়েছিলেন কিং খান।

ShahRukhKhan Mannat: A Luxurious Dream Home %%page%% %%sep%% %%sitename%%

ShahRukhKhan Mannat

ক্লাউড টিভি ডেস্ক : বলিউডের বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর নাম প্রায় প্রতিটি সিনেমাপ্রেমীর জানা। মুম্বাইয়ের সমুদ্রতীরবর্তী বান্দ্রায় অবস্থিত এই বাড়ির সামনে প্রতিদিন ভক্তদের ভিড় লেগেই থাকে। তবে এই স্বপ্নের প্রাসাদ (ShahRukhKhan Mannat) কেনার সময় কিন্তু শাহরুখ খানকে পড়তে হয়েছিল বড় ধরনের অর্থনৈতিক চাপে।

বলিউডের ‘ইয়েস বস’ সিনেমার শুটিং চলাকালীন শাহরুখ প্রথম বাড়িটি দেখেন এবং ঠিক করেন, একদিন এটি কিনবেনই। পরে সেই ইচ্ছা পূরণ হয়—কিন্তু সহজে নয়। জানা যায়, ২০০১ সালে তিনি এবং গৌরী খান ১৩.২৩ কোটি টাকায় এই বাংলো কিনেছিলেন। তখন পর্যাপ্ত অর্থ না থাকায় এক প্রযোজকের কাছ থেকে অগ্রিম টাকা ধার নিয়ে কেনেন বাড়িটি। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৩০০ কোটি টাকা, যা কেনার দামের ২২ গুণ বেশি।

বাসস্ট্যান্ডে, সমুদ্র সৈকতের ধারে ঘুমানো সেই ছেলেটাই আজ বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা !

শাহরুখ এবার মার্ভেলের সুপারহিরো? ‘বাদশা’র হলিউড যাত্রায় সুনামি নেটপাড়ায়!

প্রথমদিকে মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না; বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল। এক ডিজাইনার নিয়োগের চেষ্টা করলেও খরচ সাধ্যের বাইরে হওয়ায় শেষমেশ গৌরী খান নিজেই সময় নিয়ে বাড়িটি সাজিয়ে তোলেন।

এই বাংলোটি মূলত ১৯১৪ সালে ব্যবসায়ী নরিম্যান কে. দুবাসের উদ্যোগে ‘ভিলা ভিয়েনা’ নামে নির্মিত হয়। পরে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘জান্নাত’। অবশেষে শাহরুখ ও গৌরীর হাতে আসে এই প্রাসাদ এবং তারা এর নাম দেন ‘মান্নাত’

বর্তমানে ছয়তলা এই বিলাসবহুল বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক শয়নকক্ষ, সুসজ্জিত বাগান, স্টাফ কোয়ার্টার এবং নানান ঐতিহ্যবাহী সংগ্রহশালা। শাহরুখের ভাষায়, “এই বাড়ি আমি কোনোদিনই বিক্রি করব না।”

আরও পড়ুন :

শুভমান গিলের পাঁচ দিনের না ধোওয়া, ধুলো-মাটি, ঘামের দাগ সহ জার্সি নিলামে বিক্রি হল ৫ লাখ টাকায়

এবার কি তবে ওয়ানডেকেও বিদায় বলে দিচ্ছেন কোহলি-রোহিত!

ad

আরও পড়ুন: