বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে ইডলি-ডোসা খেতে গিয়ে ধরা পড়লেন ‘Game of Thrones’-এর Jaime Lannister !

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নিকোলাজ সম্পূর্ণ সাধারণ পোশাকে বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে দাঁড়িয়ে ইডলি খাচ্ছেন। ক্যাফেতে উপস্থিত এক কনটেন্ট ক্রিয়েটর Shakira যখন নিজের ভিডিও বানাচ্ছিলেন, হঠাৎ পিছন ঘুরে দেখতে পান ‘Jaime Lannister’-কে।